ইম্ফল, ১৭ ফেব্রুয়ারিঃ মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে সাত কুুকি ন্যাশনাল আর্মি (কেএনএ)-র সক্রিয় ক্যাডার। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বেশকিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার চুঁড়াচাঁদপুর জেলার সাঙ্গই কোর্ট এলাকা থেকে কেএনএ-র ওই সাত জঙ্গিকে পাকড়াও করা হয়। তাদের থেকে ২টি একে ৪৭ রাইফেল, একটি ৭.৬২ অ্যাসল্ট রাইফেল, তিনটি সিঙ্গেল বোর রাইফেল, ১০টি একে ৪৭ রাইফেলের ম্যাগজিন, ৬৫৪টি কার্তুজ, ৬টি মোবাইল, তিনটি রাওফেং রেডিও সেট-সহ আরও বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি জায়গা থেকে আরও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।