BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৫৬০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব পর্যটনে, বিধানসভায় জানালেন পর্যটনমন্ত্রী

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: সদ্যসমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের পর্যটন ক্ষেত্রে মোট ৫ হাজার ৬০০ কোটি টাকা লগ্নীর প্রস্তাব এসেছে।সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের উত্তরে এ কথা জানালেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এই পর্যটক প্রস্তাবগুলি এসেছে| জেলাশাসকদের সুপারিশ মতোই জেলাভিত্তিক পর্যটনের উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানিয়ে দেন মন্ত্রী ইন্দ্রনীল সেন|

পর্যটনের উপর বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়ে এসেছেন। রাজ্যের জিডিপির প্রায় ১৩ শতাংশ আসে পর্যটনক্ষেত্র থেকে। রাজ্যের মোট কর্মসংস্থানের ৬
শতাংশ হয় পর্যটন ক্ষেত্রে। শুধু তাই নয়, অন্য সব ক্ষেত্রে থেকে পর্যটনে লগ্নিতে কর্মসংস্থানের হারও বেশি।
পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন সোমবার বিধানসভার জানান আগামী আর্থিক বছরের জন্য ইতিমধ্যেই ৭০ টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে ৩৮ টি উত্তরবঙ্গের জন্য এবং ৩২টি দক্ষিণবঙ্গের জন্য। এজন্য ৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নতুন কোনো পর্যটন কেন্দ্র তৈরির জন্য প্রস্তাব থাকলে তা জেলাশাসক মারফত দফতরের কাছে পাঠাতে বলেন মন্ত্রী। এদিন বিধায়ক নরহরি মাহাতো পুরুলিয়ার ঝালদা বিধানসভার জাগর পাহাড়ের উন্নয়নে বিষয়ে প্রস্তাব দিলে মন্ত্রী ইন্দ্রনীল সেন তাঁকে এই নির্দেশ দেন।
এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রীকে বলেন বিধানসভায় কোনো সদস্য প্রস্তাব দিলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। তাই স্পিকার মন্ত্রী ইন্দ্রনীল সেনকে বলেন, তিনি যেন বিধায়কের প্রস্তাব গ্রহণ করে জেলাশাসকের কাছে পাঠান। মন্ত্রী স্পিকারের কথাকেই মর্যাদা দেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder