তেহরান, ১৮ ফেব্রুয়ারি: মার্কিন ও ইসরাইলি হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান। এদিন এমনই ঘোষণা দিয়েছে তেহরান। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের কোনো ক্ষতিই করতে পারবে না। আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপে সমর্থন দেয়ার দাবি করবেন, তা হতে পারে না।”
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে গত তিন দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি চলছে। শান্তিপূর্ণ এই কর্মসূচি এখনো চলমান রয়েছে। এনিয়ে কোনও হস্তক্ষেপ মানা হবে না বলেও সাফ জানিয়েছে তেহরান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “অন্যকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।”
প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার কথা বলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরই মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যজুরে ইরানের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র শক্তিকে মোকাবিলা করা হবে।” অর্থাৎ মার্কিন ও ইসরাইলের হুমকি নিয়ে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানাল ইরান। তেহরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।