BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

ধ্বংস হবে কলকাতা, ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু!

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

 পুবের কলম,ওয়েবডেস্ক:  ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে ২০২৪ ওয়াইআর ৪ নামের একটি গ্রহাণু । ২০৩২ সালের মধ্যে আছড়ে পড়তে পারে পৃথিবীতে। কলকাতা সহ ধ্বংস হবে পুরো দেশ! নাসার রিপোর্টে কপালে চিন্তার ভাঁজ  বিশেষজ্ঞদের!  এই নয়া গ্রহাণুর নাম রাখা হয়েছে ‘২০২৪ওয়াইআর৪’।

নাসার রিপোর্ট বলা হয়েছে, গ্রহাণু ‘২০২৪ওয়াইআর৪’ ২০৩২ সালে ২২ ডিসেম্বর নাগাদ আছড়ে পড়তে পারে পৃথিবীতে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন ৯৭.৯ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে নিরাপদে বেরিয়ে যেতে পারে। তবে বিপদের আশঙ্কা (পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা) ৩.১ শতাংশ। যদিও সেই আশঙ্কা নিয়েও বেজায় চিন্তায় বিশেষজ্ঞরা। কারণ, গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে, তা হলে ধুলোয় মিশে যেতে পারে আস্ত একটা শহর। এমনকী সেই শহরটা হতে পারে আমাদের চেনা কলকাতাও।

ঘটনাপ্রসঙ্গে, নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের বিজ্ঞানী ডেভিড র‍্যাঙ্কিন জানিয়েছেন,  গ্রহাণুটির জন্য একটি রিস্ক করিডর তৈরি করা হয়েছে যেখানে পৃথিবীর বড় একটি অংশ রয়েছে।এই গ্রহাণুর গতিপথের মধ্যে রয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ, আটলান্তিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর, এবং দক্ষিণ এশিয়া। এই অঞ্চলে থাকা একাধিক জনবহুল শহর রয়েছে, যেখানে বিশেষ শঙ্কা প্রকাশ করা হয়েছে। সেগুলি হলো মুম্বই, কলকাতা, ঢাকা, বাগোটা, আবিদজান, লাগোস, এবং খার্তুম। বিশেষ করে কলকাতা, ভারতের একটি অন্যতম জনবহুল শহর হওয়ায় এখানে বিপদের আশঙ্কা বেশি। তবে এর আগেও ১৯০৮ সালে একই ধরণের বিশেষ করে একই আকারের গ্রহাণু দ্য টুংসুকা আছড়ে পড়েছিল সাইবেরিয়ায় এবং ৮৩০ বর্গকিমির জঙ্গল পুরো ভস্ম হয়ে গিয়েছিল।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder