নাগপুর, ২০ ফেব্রুয়ারি: মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলোযোগ। জরুরি অবতরণ করা হল দুবাইগামী বাংলাদেশের এক বিমান। সূত্রের খবর, বৃহস্পতিবার ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিমান যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তারপরই নাগপুরের ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। সকল যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছে বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েছিল যাত্রীরা। যদিও উড়ান সংস্থার পক্ষে থেকে এখনও ঠিক কি যান্ত্রিক ত্রুটি হয়েছিল তা জানানো হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি প্রোটোকল তৈরি করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির সমাধান হলে বিমানটি পুনরায় যাত্রা শুরু করবে।