BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

নেটে বিরাট রোহিতকে বোলিং করে আহ্লাদিত পাকিস্তানের আওয়াইস

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: তরুণ আওয়াইস আহমেদ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই ফাস্ট বোলারটি ইতিমধ্যেই নজরে এসেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নেটে বোলিং করে। তাঁর বোলিং প্রশংসিতও হয়েছে ক্রিকেটীয় মহলে। স্বপ্ন ছিল পাকিস্তানের জাতীয় দলে শাহীম শাহ আফ্রিদি, নাসিম শাহদের সঙ্গে চুটিয়ে বোলিং করবেন। কিন্তু সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি।

 

পাক ক্রিকেটে বর্তমান তরুণ বোলারদের ভিড়ে তিনি কবে জায়গায় পাবেন, সেটাও খুব একটা পরিস্কার নয়। কিন্তু নিজের বোলিং গতি ও সুইংয়ের দিকে নজর রেখে চলেছেন আওয়াইস আহমেদ। আর সেই সুইংয়েই রোহিত ও বিরাটের মন জিতে নিয়েছেন তিনি। দুটো দিকেই সুইং করিয়ে ভারতীয় তারকাদ্বয়কে রীতিমতো বিব্রত করেছেন বারবার। এমনকি রোহিত শর্মাকে পরে বলতে শোনা গিয়েছে, আওয়াইস তাঁর বুট ও পা লক্ষ্য করে বারবার বোলিং করে গিয়েছে। এমনকি পাকিস্তানজাত তরুণ এই নেট বোলারকে রোহিত বলেন, ‘তুমি তো আমার পা ভেঙে দিচ্ছিলে প্রায়। কিন্তু তুমি খুব ভালো বোলিং করেছো। তোমাকে ধম্যবাদ জানাই।’

২০২১ সালে পাকিস্তান সুপার লিগে লাহোর কালা¨ার্সের দলে ছিলেন। তবে সুযোগ পাননি। দুবাইয়ে নেট বোলার হিসেবে তাঁর ডাক পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ভারতীয় নেটে বোলিং করবেন, এটা তিনি ভাবেননি। আওয়াইস জানালেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল রোহিত ভাই ও বিরাট ভাইকে বল করব। তাদের উইকেট নেব। অবশেষে তাঁদের বিরুদ্ধে বোলিং করে সেই স্বপ্ন পূরণ হয়েছে আমার।’

এমনকি তাঁর বোলিংয়ে বিরাট ও রোহিত কতটা চিন্তিত ছিলেন, সেটা বোঝাতে গিয়ে আওয়াইস বলেন, ‘আমি যখন বোলিংয়ের জন্য রান আপ নিয়ে তৈরি আছি, তখন বারবার লক্ষ্য করেছি বিরাট কোহলি রোহিত শর্মাকে বলছেন, ‘ও দুদিকেই সুইং করাতে পারে।’ তবে বিরাট ভাই বা রোহিত ভাই, দুজনেই দারুণ ব্যাটিং করেছেন নেটে। বিশেষ করে রোহিত শর্মা তো দারুণ স্ট্রাইক খেললেন ।’

রোহিত শর্মার থেকে তিনি প্রশংসাও পেয়েছেন। তা বলতে গিয়ে আওয়াইস বলেন, ‘নেট সেশনের পর রোহিত শর্মা আমায় উৎসাহ দিলেন। বিশেষ করে আমার ইয়র্কারগুলো রোহিত শর্মার খুব পছন্দ হয়েছে। শাহীন আফ্রিদি ঠিক যেভাবে ইয়র্কার ফেলেন, আমি সেভাবেই ইয়র্কার দেওয়ার চেষ্টা করে গিয়েছি।’ রবিবার ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচ। আওয়াইস বলছেন, ‘ভারত-পাক ম্যাচের আগেই বিরাট রোহিতকে বোলিং করাটা আমার কাছে একটা বিরাট পাওনা। যখন আমি খবর পেয়েছিলাম, ভারতীয় নেটে বোলিং করতে হবে, খুব আন¨ পেয়েছিলাম।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder