ওয়াসিংটন, ২০ ফেব্রুয়ারি: শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পতনে বাংলাদেশের ‘জেন-জি বিপ্লব’-এর গুরুত্ব অপরিসীম। এমনই মন্তব্য করলেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো। একইসঙ্গে মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের জন্য আগস্ট বিপ্লবের ছাত্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসনাল অফিসে গণতন্ত্র বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সোটো জুলাই অভ্যুত্থানে যারা সরকার পতনে এবং হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই ৫ আগস্ট বিপ্লবের ছাত্র নেতাদের মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পতনের এই ঘটনা বিশ্বব্যাপী আন্দোলনের প্রতীক।’
কংগ্রেসম্যান ড্যারেন সোটো গত এক দশক ধরে বাংলাদেশের স্বার্থের পক্ষে ধারাবাহিকভাবে দাঁড়িয়েছেন। এক টুইট বার্তায় বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ের তথ্য লাগাতার দেওয়ার জন্য মার্কিন-বাংলাদেশি জাহিদ এফ সরদার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোটো। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছেন বলে মঙ্গলবার এক বার্তায় জানিয়েছেন মার্কিন এই কংগ্রেসম্যান।
এর আগে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছেন বলে ১৪ ফেব্রুয়ারি এক বার্তায় জানিয়েছেন এই মার্কিন কংগ্রেসম্যান। যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একমত প্রকাশ করে ১৪ ফেব্রুয়ারি নিজের এক্স হ্যান্ডলে তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা।