BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর ঘটবে ‘বিরল’ ঘটনা প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস

মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের অবসরভাতা বেড়ে হল ৫ লক্ষ

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সেখ কুতুবউদ্দিন: রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর অনুমোদিত এবং ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন কর্তৃক পরিচালিত ৪৯৭টি মাদ্রাসার মধ্যে শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ৩৯টি, বাকি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে) রয়েছে। উল্লেখ্য, এর আগে কর্মরত ৩ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার শিক্ষকদের দীর্ঘদিনের আরও একটি দাবি পূরণ হল। এবার মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদেরও অবসরকালীন ভাতা ১ লক্ষ টাকা থেকে বেড়ে ৫ লক্ষ টাকা হয়েছে বলে রাজ্য সংখ্যালঘু দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে। আর এতে খুশি মাদ্রাসার শিক্ষকরা।
মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে-এসএসকে শিক্ষা প্রতিষ্ঠানে অবসরকালীন বর্ধিত ভাতা ২০২৪ সালের এপ্রিল মাসের ১ তারি’ থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ফিরোজ উদ্দিন। তাঁর দাবি, এই ৪৯৭টি প্রতিষ্ঠানকে দ্রুত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের অন্তর্ভুক্তকরণ করা হোক। এমএসকে-এসএসকে শিক্ষকদের দীর্ঘ দিনের দাবিপূরণ হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মু’পাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক-সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা।
অন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের অধীনে এসএসকে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৬ হাজার ১৪৫টি। এমএসকে রয়েছে ১ হাজার ৯০৭টি। এসএসকে’তে পড়ানো হয়, প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। এমএস’কে তেবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি। এমএসকে-এসএসকে মিলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৮ হাজার ৫২টি, দুই শিক্ষা প্রতিষ্ঠান মিলে শিক্ষক রয়েছেন ৫২ হাজার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ৫ লক্ষ টাকা ভাতা বাড়ানো হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder