পুবের কলম প্রতিবেদক: ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স-এ স্নাতকোত্তর কোর্স চালু করছে আলিয়া আলিয়া বিশ্ববিদ্যালয়। ৩০টি আসনের উপর কোর্স চালু করা হচ্ছে। পাশাপাশি দু’বছরের এমবিএ কোর্স চালু করা নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম। এ দিন তিনি বলেন, এই কোর্স দুটি চালু করা হবে। এ বছর থেকেই ভর্তির প্রক্রিয়া হবে। দু’বছরের এমবিএ কোর্সে থাকছে ২৫ থেকে ৩০টি আসন। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আরও কোর্স করা হবে পরে। সেগুলির মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এলএলবি, পলিটিক্যাল।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পুরাতন কোর্স ছিল এমএসসি স্ট্যাটিসটিক্স। বিগত কয়েকবছর ধরে পড়ুয়া পর্যাপ্ত না হওয়ার জন্য কোর্স বন্ধ করে দিয়ে মাস্টার্স ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক কোর্স চালু করা হচ্ছে।
আগামী মার্চ মাসের ১০ তারিখ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সমস্ত বিভাগে ভর্তির আবেদন শুরু হবে। এক থেকে দেড় মাস আবেদন চলবে। নার্সিং, বিএড, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, জেনারেল এবং বিজ্ঞান বিভাগের সমস্ত কোর্সে ভর্তির প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশিকা পরে প্রকাশিত হবে বলে জানান ভর্তি বিভাগের চেয়ারম্যান কাজী মুহাম্মদ আলফ্রেড।