BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার ভারত-পাক মহারণ: মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক মহারণ: সেমিতে ওঠার লড়াই রোহিতদের , টিকে থাকার লড়াই রিজওয়ানদের টস হারলেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করবে ভারত ভারত-পাক দ্বৈরথ: সিনেমা নয় রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্সে দেখানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ কিশোর মনে রমযানের ভাবনা

বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে সৃষ্ট অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আকাশে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করেছে। যার প্রভাবে একদিকে প্রবল বৃষ্টি আর অন্যদিকে, ডিভিসির ছাড়া জলের তোড়ে সৃষ্টি হওয়া বন্যায় বাঁকুড়ায় জলে ডুবে গেল বিঘার পর বিঘা আলুর জমি। আচমকা বন্যার ফলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রাম লাগোয়া এলাকার আলু চাষিদের মাথায় হাত। কোমর জলে নেমে কোনওক্রমে ক্ষতিগ্রস্ত আলু তুলে আনার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত আলু কিনে নেওয়ার নির্দেশ প্রশাসনের। অকাল বন্যার ফলে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষয়ক্ষতি সরজমিনে খতিয়ে দেখে সুফল বাংলাকে ক্ষতিগ্রস্ত আলু কিনে নেওয়ার নির্দেশ দিল প্রশাসন।
জানা গিয়েছে, বিগত আমনের মরশুমে ডিভিসির দুর্গাপুর ব্যরেজ থেকে ছাড়া জলে ব্যপক বন্যা পরিস্থিতির তৈরি হয় এলাকায়। ব্যাপক ক্ষতি হয়েছিল আমন চাষে। ওই ক্ষতি কোনওক্রমে সামাল দিয়ে ঋণ নিয়ে রবি মরশুমে আলু চাষ করেছিলেন স্থানীয় চাষিরা। কিন্তু বৃহস্পতিবারের বৃষ্টি ও বোরো চাষের সেচের জন্য ডিভিসির ছাড়া জলের তোড়ে কার্যত ভাসিয়ে নিয়ে গেল সেই আলুর জমি।
ডিভিসি-র ছাড়া জলে উত্তর নিত্যানন্দপুর গ্রাম লাগোয়া প্রায় একশো বিঘা আলুর জমি বর্তমানে জলের তলায়। জলের তলা থেকে কোনও মতে খুঁজে খুঁজে আলু উদ্ধারের প্রাণপণ চেষ্টা করলেও উৎপাদিত ফসলের খুব সামান্য অংশই তাঁরা উদ্ধার করতে সমর্থ হন। এলাকার ক্ষতিগ্রস্ত আলু চাষীরা জানান, আর তো ক’টা দিন। তারপরই তোলা হত আলু। তার আগেই সব শেষ!
উত্তর নিত্যানন্দপুর গ্রামে এই অকাল বন্যার খবর পেয়ে সেখানে হাজির হন কৃষি দফতর ও স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল বিমায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সুফল বাংলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশও দেওয়া হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder