পুবের কলম, খেলা ডেস্ক: একটা টিকিটের দাম দেড় লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাক ম্যাচের টিকিটের চাহিদা ঠিক এতটাই। আসলে আইসিসির কোনও প্রতিযোগিতায় ভারত পাকিস্তান মুখোমুখি হলেই টিকিটের দাম যে চড়চড় করে বাড়বে তাতে কোন সন্দেহ নেই। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেই হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচের ফ্লেভার এসে পড়েছে কলকাতা এবং শহরতলিতে। রবিবার ছুটির দিন। হাওড়ার অভনী মলে পিভিআরে যারা সিনেমা দেখতে গেলেন, তারা কি দেখবেন? ৩০০ টাকারও বেশি টিকিট কেটে ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করবেন মাল্টিপ্লেক্সে আসা সিনেমাপ্রেমীরা। এটি শুধু হাওড়ায় নয়, গোটা রাজ্যেই সমস্ত মাল্টিপ্লেক্স গুলিতে দেখানো হচ্ছে ভারত-পাক ম্যাচ। পুরো ৯ ঘন্টা ।
সকালের শোয়ে যেখানে যে সিনেমা চলছে সেগুলি দেখানোর পর রবিবার দুপুর থেকে সমস্ত মাল্টিপ্লেক্স চলে যাবে ভারত পাক ম্যাচের দখলে। আসলে এমন একটি হয় ভোল্টেজ ম্যান কেউ মিস করতে চাইবেন না। রবিবাসরীয় দুপুরে যারা একটু আড্ডা মারার জন্য মাল্টিপ্লেক্সগুলিতে হাজির থাকবেন, তারা কিন্তু বড় পর্দায় ভারত পাক ম্যাচ দেখা থেকে বিরত থাকবেন না।