BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর

শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদকঃ খাস কলকাতায় বেপরোয়া দুষ্কৃতীরা। পথচারী মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা তিন বাইক আরোহীর। ব্যর্থ হয়ে বাইক থেকে নেমে চোখ রাঙানিও। অভিযোগ, শেষ পর্যন্ত হার খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কলকাতার অভিজাত এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরে  নিরাপত্তার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অভিযোগকারী মহিলা।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল পৌনে ৫টা নাগাদ। ঢাকুরিয়া ঝিল পাড় রোড ধরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে রায়। অভিযোগ, প্রথমে চলন্ত বাইক থেকেই তাঁর গলায় থাকা হার ছিনতাইয়ের চেষ্টা করে তিন দুষ্কৃতী। হার ছিঁড়ে নিতে ব্যর্থ হওয়ায়, বাইক থেকে নেমে এসে রীতিমতো চোখ রাঙানো হয় তাঁকে। আঙুল উঁচিয়ে, হুমকি দিয়ে হার খুলে নেয় দুষ্কৃতীরা। তার পর চম্পট দেয় তারা।

ঘটনাটি সম্পর্কে মহিলা বলেন, “তিনটি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়ায়। হঠাৎ একটা ছেলে বলল, ‘ওই ফ্ল্যাটটার দিকে দেখ!’ আমি সেটা শুনে তাকাতে গিয়েছি। সেই সময় পিছন থেকে টান দিয়েছে। টান দেওয়ায় হারটা পুরোটা নিতে পারেনি, আমি বুঝতেও পারিনি। এর পর আমার সামনে এসে, একেবারে চোখ রাঙিয়ে, আঙুল তুলে হারটা ছিনিয়ে নিল। আমি প্রতিবাদও করিনি। আমি নিজেকে বাঁচতে চেয়েছিলাম শুধু। কিছু অস্ত্র থাকলে কুপিয়ে দিতে পারত।”

ঘটনায় আতঙ্কিত মহিলা প্রথমে পুলিশের কাছে অভিযোগ না জানালেও পরে ছেলেদের পরামর্শে শেষ পর্যন্ত গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্ত মহিলার ছেলে চাকরিসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন  আতঙ্কিত মহিলা। স্বামী শঙ্খ দে রায়কে নিয়ে ছেলের কাছে চলে যেতে চান।

এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু নিরাপত্তার প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ সম্প্রতি কলকাতার একাধিক জায়গায় এমন মারাত্মক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জনবসতি পূর্ণ এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে। নাগরিক নিরাপত্তা নিয়ে পুলিশের উপর ভরসা হারাতে বসেছেন বলে একাধিক বার মুখ খুলেছেন শহরবাসী। এর কিছুদিন আগে, ১২ ফেব্রুয়ারি, সেন্ট্রাল অ্যাভেনিউয়ে তিন তলা বাড়ির মালকিন, এক বৃদ্ধা বাড়িতে ধারাল অস্ত্র নিয়ে ঢুকে যায় এক দুষ্কৃতী। সোনা-টাকা নিয়ে চলে যায়। এখনও সেই দুষ্কৃতী ধরা পড়েনি। এমন পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে ওই মহিলার মেয়ে ছুটে এসে, অ্যাম্বুল্যান্সে চেপে মাকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। এর পর ১৭ ফেব্রুয়ারি দমদমে জানলার গ্রিল কেটে ঢুকে বৃদ্ধ দম্পতির বাড়িতে লুঠপাট চলে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে শহরের উত্তর থেকে দক্ষিণে। বিডন স্ট্রিট থেকে দমদম ক্যান্টনমেন্ট, শহরে কী ভাবে এত বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা, উঠছে প্রশ্ন।

 

 

 

 

 

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder