BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার

টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক

Kibria Ansary
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার তেলেঙ্গানায় ধসে পড়ে টানেল। তাতে আটকে পড়েন বহু শ্রমিক। ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারীরা। এখনও টানেলে আটকে আছেন ৮ জন শ্রমিক। তাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা। সূত্রের খবর, টানেলে প্রচুর কাদা জমে থাকায় একদম কেন্দ্রস্থলে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। উদ্ধার কাজ চালানো একপ্রকার কঠিন হয়ে পড়েছে।

প্রশাসন সূত্রে খবর, তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েছেন। তাদের উদ্ধারের লাগাতার চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফের ১৪৫ জন এবং এসডিআরএফের ১২০ জন সদস্য। উদ্ধার কাজের এক ভিডিয়োতে দেখা গিয়েছে, উদ্ধারকারীরা সুড়ঙ্গের প্রবেশপথ আটকে থাকা অংশ ভেঙে পথ খোঁজার চেষ্টা করছেন।

এনডিআরএফের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে একটি উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে গিয়েছিল, একটি লোকোমোটিভে ১১ কিলোমিটার এবং একটি কনভেয়র বেল্টে ২ কিলোমিটার পর্যন্ত গিয়েছিল তারা। এনডিআরএফ আধিকারিকের কথায়, “আমরা যখন টানেল বোরিং মেশিনের শেষ প্রান্তে পৌঁছাই, তখন আমরা শ্রমিকদের নাম ধরে ডাকাডাকি করি, কিন্তু কোনও উত্তর পাইনি। সুড়ঙ্গের শেষ ২ কিলোমিটার অংশ জলে ভরা। ধ্বংসাবশেষ পরিষ্কার না করা পর্যন্ত তাদের খুঁজে পাওয়া সম্ভব নয়।”

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder