পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকে জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ভোট গ্রহণ শেষ হওয়ার ১ ঘণ্টার মধ্যে প্রাথমিক ফলাফল ঘোষণা হবে।গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায় গত নভেম্বর মাসে। তাই নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই জার্মানিতে নির্বাচন।
জার্মানিতে নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু দলীয় কোনো মিছিল-মিটিং হয়নি। হয়নি পথসভাও। যা হয়েছে তাহল, পত্রিকা, টেলিভিশন চ্যানেলগুলিতে বিজ্ঞাপন ও পোস্টার।জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন রবিবার নির্বাচন হওয়াটাই রেওয়াজ। সুতরাং, নির্বাচনের খাতিরে বাড়তি ছুটি বরাদ্দ নেই।