উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রায়দিঘিতে ৩টি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল।জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আবার ৩টি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। রায়দিঘি বিধানসভার ৩টি সমবায় সমিতির নির্বাচনে ২টিতে বিরোধী শূন্য ও একটিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমবায় সমিতি নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস।জয়ের পর উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।রবিবার রায়দিঘি বিধানসভার ৩ টি সমবায় সমিতি রাধাকান্তপুর সমবায় সমিতি, গিলেরছাট ও খাড়ি সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে রাধাকান্তপুর সমবায় সমিতির ১০ টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। একইভাবে খাড়ি সমবায় সমিতির ১৬টি আসনেও জয়লাভ করে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র গিলের ছাট সমবায় সমিতির ৯টি আসনের মধ্যে ১টি আসন পায় বিরোধীরা।দুটি সমবায় সমিতিতে বিরোধীশূন্য ও একটিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়াতে আবির মেখে উচ্ছ্বাসে মাতেন এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।আর এদিন কর্মীদের সাথে আবির মেখে উৎসবে মাতেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা, জেলা পরিষদ সদস্য উদয় হালদার।