হায়দরাবাদ, ২৩ ফেব্রুয়ারি: কংগ্রেসশাসিত তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামায় ভিতরে আটকে পড়েন ৮ জন শ্রমিক। সুড়ঙ্গে ধস নামার পরে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন। শনিবার থেকেই উদ্ধারের কাজ চলছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ধসে আটকে পড়া ওই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।
সূত্রের খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির কাছে খোঁজ নিয়েছেন শ্রীসাইসামের ওই সুড়ঙ্গে ধস নামার পরে উদ্ধারের কাজের অগ্রগতি সম্পর্কে। উদ্ধারের কাজে যেন কোনও ধরনের গাফিলতি না হয়, সেসম্পর্কেও খোঁজ নিয়েছেন। প্রসঙ্গত, সুড়ঙ্গ ধসের পরে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে গিয়েছে সেনা, নৌ-বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি দলও। এছাড়া রাজ্যের মন্ত্রী উত্তম রেড্ডিও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ তদারকি করছেন।
এই সুড়ঙ্গটি তেলেঙ্গানার নগরকুরনুল জেলায় অবস্থিত। সূত্রের খবর, শনিবার সুড়ঙ্গে ভয়াবহ ধস নামার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে জানিয়েছেন, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজে রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার।
অন্যদিকে, তেলেঙ্গানা সরকার জানিয়েছে, মানুষের ভুলে সুড়ঙ্গে ধস নামেনি। যে এলাকায় সুড়ঙ্গে ধস নেমেছে, সেখানে পাহাড়ের পাথর আলগা থাকায় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটেছে। এর ফলে সুড়ঙ্গে ধস নেমে ভিতরে প্রবেশ করেছে কাদা ও জল। সুড়ঙ্গের ভিতর ১২ ফুট থেকে ১৩ ফুট পর্যন্ত এলাকা কাদা এবং জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে।