নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: অতিশীকে গুরু দায়িত্ব দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকায় দেখা যাবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রবিবার আপের এক বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে অতিশীকে নির্বাচিত করেন দলের ২২ জন বিধায়ক। বৈঠকে ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ ২২ জন বিধায়ক। দিল্লি বিধানসভায় এই প্রথম কোনও মহিলা বিরোধী দলনেতার পদে বসতে চলেছেন। দিল্লি বিধানসভায় এই প্রথম কোনও মহিলা বিরোধী দলনেতার পদে বসতে চলেছেন। জানা গিয়েছে, আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে। তিন দিন ধরে চলবে এই অধিবেশন। সোমবারই বিধানসভার শপথ নেবেন বিধায়করা। নতুন অধ্যক্ষ ও প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বিজেপির নেতা বিজেন্দ্র গুপ্তা ও অরবিন্দর সিং লাভলি। বিরোধী দলনেতা হিসেবে শপথ নেবেন অতিশী।
সূত্রের খবর, সোমবার আপ সরকারের পারফরম্যান্স নিয়ে সিএজি রিপোর্ট পেশ করবে শাসক দল বিজেপি। পদ্ম বিধায়ক বিজেপি হরিশ খুরানা বলেছেন, সিএজি রিপোর্ট উপস্থাপনে অনেক সত্যি বেরিয়ে আসবে। এছাড়াও শিক্ষা, মদ ও শীশ মহলের মত বিষয়গুলিও বিধানসভায় উপস্থাপন করা হবে। আপ সরকারের অনেক দুর্নীতি ও অনিয়মের প্রকাশ্যে আসবে। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৪৮টি জেতে বিজেপি। আপের দখলে যায় ২২টি আসন, কংগ্রেস শূন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা হেরে যান। অর্থাৎ বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে পদ্ম শিবির। দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছেন রেখা গুপ্তা।