পুবের কলম, ওয়েবডেস্ক: মেগা বৈঠক। চিকিৎসকদের জন্য সুখবর। রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধি হল। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের চিকিৎসকদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। আহ্বানে সাড়া সিয়ে বহু চিকিৎসক, ইন্টার্ন, হাউসস্টাফরা এদিনের বৈঠকে যোগ দেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ও পোস্ট ডক্টরেট ট্রেনিদের জন্য ভাতা ১০ হাজার টাকা বাড়ানো হল। সর্বস্তরের রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ছে ১৫ হাজার টাকা। এতদিন তাঁরা পেতেন মাসে ৮৫ হাজার টাকা, এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ১ লক্ষ টাকা।
♦ সরকারি ডাক্তারদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ইতিমধ্যেই করা হয়েছে ৬৫ বছর।
♦ জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, পিজিটি এবং হাউস স্টাফদের বেতন দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে।
♦ ডাক্তারদের জন্য আরজি কর, পিজি ও মেদিনীপুর মেডিক্যাল কলেজে হস্টেল তৈরি করা হচ্ছে।
♦ মহিলা ডাক্তারদের জন্য তৈরি করা হচ্ছে ৫টি হস্টেল।
♦ আগে সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করা যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করার কথা ঘোষণা করেন এ দিন।
♦ এ দিন সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা কমপক্ষে ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন।
♦ সর্বস্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
♦ এতদিন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা মাসে বেতন পেতেন ৬৫,০০০ টাকা। যা বেড়ে ৮০,০০০ টাকায় ঠেকল।
♦ আবার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের মাসিক বেতন ছিল ৭০,০০০ টাকা। সেটা বাড়িয়ে ৮৫,০০০ টাকা করা হল।
♦ পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের মাসিক বেতন বেড়ে এক লাখ টাকা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।