১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রমযান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার প্রতীক: রাষ্ট্রসংঘের মহাসচিব

সুস্মিতা
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 17

পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র রমযান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি রমযানকে সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আসন্ন রমযান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তাঁর উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা রমযান পালন শুরু করতে চলেছেন, আমি তাদের উষ্ণ শুভেচ্ছা জানাই।’ গুতেরেস বলেন, ‘রমযান পরিবার ও সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের সময়, পাশাপাশি কম ভাগ্যবানদের স্মরণ করার সুযোগ।’ রমযান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, মানবতার সেবা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার সময়। রাষ্ট্রসংঘ মহাসচিবের বার্তাও এই চেতনাকে সামনে এনেছে, যা বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির পথকে সুগম করতে পারে।
গাজা এবং এর বাইরেও বিস্তৃত অঞ্চল যেমন; সুদান, সাহেল এবং তার বাইরে বিভিন্ন অঞ্চলের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেছেন, যারা বাস্তুচ্যুতি এবং সহিংসতার মধ্যে এই পবিত্র সময়টি কাটাবেন, আমি তাদের সহায়তার জন্য একটি বিশেষ বার্তা প্রকাশ করতে চাই। আমি সেইসব ভুক্তভোগী মানুষের সঙ্গে আছি।
গুতেরেস বলেন, এবং আমি শান্তি ও পারস্পরিক সম্মানের আহ´ান জানাতে রমযান পালনকারীদের সঙ্গে যোগ দিচ্ছি। রমযান মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পরিদর্শনে তার বার্ষিক ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, এই কাজগুলো বিশ্বকে ইসলামের আসল চেহারা মনে করিয়ে দেয়।
প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমযান মাস। আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমযান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মরশুমের। রমযানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোযার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।
ইসলামের অন্যতম স্তম্ভ রোযা। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র রমযান মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপন করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার প্রতীক: রাষ্ট্রসংঘের মহাসচিব

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র রমযান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি রমযানকে সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আসন্ন রমযান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তাঁর উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা রমযান পালন শুরু করতে চলেছেন, আমি তাদের উষ্ণ শুভেচ্ছা জানাই।’ গুতেরেস বলেন, ‘রমযান পরিবার ও সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের সময়, পাশাপাশি কম ভাগ্যবানদের স্মরণ করার সুযোগ।’ রমযান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, মানবতার সেবা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার সময়। রাষ্ট্রসংঘ মহাসচিবের বার্তাও এই চেতনাকে সামনে এনেছে, যা বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির পথকে সুগম করতে পারে।
গাজা এবং এর বাইরেও বিস্তৃত অঞ্চল যেমন; সুদান, সাহেল এবং তার বাইরে বিভিন্ন অঞ্চলের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেছেন, যারা বাস্তুচ্যুতি এবং সহিংসতার মধ্যে এই পবিত্র সময়টি কাটাবেন, আমি তাদের সহায়তার জন্য একটি বিশেষ বার্তা প্রকাশ করতে চাই। আমি সেইসব ভুক্তভোগী মানুষের সঙ্গে আছি।
গুতেরেস বলেন, এবং আমি শান্তি ও পারস্পরিক সম্মানের আহ´ান জানাতে রমযান পালনকারীদের সঙ্গে যোগ দিচ্ছি। রমযান মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পরিদর্শনে তার বার্ষিক ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, এই কাজগুলো বিশ্বকে ইসলামের আসল চেহারা মনে করিয়ে দেয়।
প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমযান মাস। আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমযান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মরশুমের। রমযানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোযার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।
ইসলামের অন্যতম স্তম্ভ রোযা। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র রমযান মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপন করেন।