রমযানের শুভেচ্ছা ট্রুডোর

- আপডেট : ১ মার্চ ২০২৫, শনিবার
- / 13
অটোয়া: মুসলিমদের পবিত্র রমযান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক ট্যুইটার) এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারাবিশ্বের মুসলমানরা পবিত্র রমযান মাসের সূচনা উদ্যাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’ সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমযান মুবারক!’
এ দিকে প্রথম তারাবিহর নামায আদায়ের পর কানাডার মুসলিম সম্প্রদায় পবিত্র রমযান মাসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার সন্ধ্যায় সে-দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা তারাবিহর নামাযে অংশ নেন, যা পবিত্র রমযানের আনুষ্ঠানিক শুরুর প্রথম ধাপ। টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যানকুভার, সাসকাচুয়ান, রেজাইনা, উনিপেগ-সহ বিভিন্ন শহরের মসজিদগুলোয় ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় লক্ষ করা গেছে।
বিভিন্ন মসজিদের পাশাপাশি বড় শহরগুলোয় ßুñলের জিমনেশিয়াম, চার্চ, ডে-কেয়ারসহ বিভিন্ন জায়গায় তারাবিহর নামাযের ব্যবস্থা করা হয়েছে। তারাবিহর নামায শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে পবিত্র রমযানের শুভেচ্ছা বিনিময় করেন।