বেলজিয়ামের ফুটবলে থাকছে ‘রমযান ব্রেক’

- আপডেট : ৩ মার্চ ২০২৫, সোমবার
- / 15
৫ শতাংশের মুসলিমদের দেশ
পুবের কলম প্রতিবেদক: শুরু হল পবিত্র রমযান মাস। ফজিলতপূর্ণ এই মাসে বিশ্বের সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় বিধি মেনেই পানাহার বর্জন করে রোযা রাখেন। রোযা রেখে তারা প্রতিদিনের স্বাভাবিক কাজকর্মে লিপ্ত থাকেন। রোযা রেখে মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করে বহু মুসলিম খেলোয়াড়রাও। ইসলাম ধর্মের অনুসারী সেই ফুটবলারদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বেলজিয়ান প্রো লিগ এবং ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। ইউরোপিয়ান অঞ্চলে মুসলিমদের সংখ্যা তুলনামূলক কম। অথচ ইউরোপের ৫ শতাংশের মুসলিমদের দেশ বেলজিয়াম নিজেদের ফুটবল ম্যাচে ইফতারের সময় মুসলিম ফুটবলারদের জন্য ‘রমযান ব্রেক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ইফতারের সময়টাতে কিছুক্ষণ খেলা বন্ধ রেখে খেলোয়াড়দের রোযা ভাঙার ব্যবস্থা করে দিতেই এই বিরতি অনুমোদন পেয়েছে অষ্ট্রেলিয়ার শীর্ষ লিগ ‘এ’ লিগ ফুটবলেও।
পবিত্র রমযান মাসে সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা না শোনা গেলেও, এফএ কাপের ম্যাচগুলিতে থাকবে ‘রমযান ব্রেক।’ মূলত দলের মুসলিম খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিশেষ বিরতির কথা জানানো হয়েছে। চলতি রমযানে এফএ কাপের সূচিতে পঞ্চম রাউন্ডের দুটি করে ম্যাচে থাকছে এই নিয়ম। একইভাবে ‘রমযান ব্রেক’ আনল বেলজিয়ান প্রো-লিগ। রবিবার এই লিগের ১৪তম স্থানের দল সেইন্ট ট্রুইডেন্স এবং কে. ভি. কোর্টরির্টজের মধ্যে হওয়া ম্যাচটিতে ছিল বিশেষ ‘রমযান ব্রেক’ এর ব্যবস্থা। ম্যাচটির ১২ মিনিটের মাথায় ছিল ইফতারের বিরতি। শেষ পর্যন্ত ম্যাচটি ৪-২ গোলে জেতে সেইন্ট ট্রুইডেন্স।