১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা ‘প্রধান’ অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপি-র

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করল বিএনপি (Bangladesh Nationalist Party)। জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় মুজিব কন্যাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। দলটির মিডিয়া সেল জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে আন্দোলনে পড়ুয়াদের পাশাপাশি অংশ নিয়েছিল বিএনপির নেতাকর্মীরাও। বিএনপি-র ৮৪৮ জন নিহত হন বলে অভিযোগ। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর সময় নিহতদের তালিকাও জমা দিয়েছে। এছাড়াও আরও বেশকিছু তথ্য প্রমাণ দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসিনা ‘প্রধান’ অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপি-র

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করল বিএনপি (Bangladesh Nationalist Party)। জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় মুজিব কন্যাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। দলটির মিডিয়া সেল জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে আন্দোলনে পড়ুয়াদের পাশাপাশি অংশ নিয়েছিল বিএনপির নেতাকর্মীরাও। বিএনপি-র ৮৪৮ জন নিহত হন বলে অভিযোগ। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর সময় নিহতদের তালিকাও জমা দিয়েছে। এছাড়াও আরও বেশকিছু তথ্য প্রমাণ দেওয়া হয়েছে।