১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লোকসভায় পেশ নয়া আয়কর বিল

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান। লোকসভায় পেশ হল আয়কর বিল। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

                           দেখে নিন এক নজরে 

১) লোকসভায় পেশ হল আয়কর বিল। আয়কর বিল আপাতত পাঠানো হবে সিলেক্ট কমিটিতে।

আরও পড়ুন: নজরে WAQF BILL

২)  দেশের কর ব্যবস্থাকে সরল ও আধুনিক করতে নতুন বিলটি আনা হয়েছে বলে দাবি করেছে সরকার।

আরও পড়ুন: লোকসভা থেকে বহিষ্কার: মহুয়া মৈত্রের আবেদনের শুনানি হবে মে মাসে

৩) নয়া আয়কর বিল পূর্বের তুলনায় অনেক জটিল বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন: মুসলিম–দলিত–গরিবদের জব্দ করার জন্য সিএএ : ওয়াইসি

৪)  ১৯৬১ সালের আয়কর আইন বদল করতেই এই নতুন বিল আনা হয়েছে

৫)  বিরোধী সাংসদদের একাংশ বিল পেশের সময়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লোকসভায় পেশ নয়া আয়কর বিল

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান। লোকসভায় পেশ হল আয়কর বিল। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

                           দেখে নিন এক নজরে 

১) লোকসভায় পেশ হল আয়কর বিল। আয়কর বিল আপাতত পাঠানো হবে সিলেক্ট কমিটিতে।

আরও পড়ুন: নজরে WAQF BILL

২)  দেশের কর ব্যবস্থাকে সরল ও আধুনিক করতে নতুন বিলটি আনা হয়েছে বলে দাবি করেছে সরকার।

আরও পড়ুন: লোকসভা থেকে বহিষ্কার: মহুয়া মৈত্রের আবেদনের শুনানি হবে মে মাসে

৩) নয়া আয়কর বিল পূর্বের তুলনায় অনেক জটিল বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন: মুসলিম–দলিত–গরিবদের জব্দ করার জন্য সিএএ : ওয়াইসি

৪)  ১৯৬১ সালের আয়কর আইন বদল করতেই এই নতুন বিল আনা হয়েছে

৫)  বিরোধী সাংসদদের একাংশ বিল পেশের সময়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন।