পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

- আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 40
পুবের কলম, ওয়েবডেস্ক: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সুতপা বণিকের। বিস্ফোরণের পর থেকে আতঙ্কিত এলাকাবাসী। জনবসতির মাঝে বাজি কারখানা নিয়ে বাসিন্দারা বহুবার আপত্তি জানিয়েছিলেন বলে তাঁদের দাবি। বাজি কারখানার মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ৭টি ধারায় মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: বিপন্ন এশীয় সিংহ, ৫ বছরে ৬৬৯টি সিংহের মৃত্যু
সোমবার রাতে পাথপ্রতিমার ঢোলাহাটের বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। রাত ন’টা নাগাদ বাজির স্তূপে হঠাৎ আগুন ধরে যায়। বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে সেগুলি একের পর এক ফাটতে শুরু করে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংস সদস্যই। রাতেই শিশু-সহ ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। মঙ্গলবার ভোররাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে সুতপা বণিক নামে এক মহিলার। বাজি কারখানার মালিক দুই ভাই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে ঢোলাহাট থানার পুলিশ।