গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

- আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 27
পুবের কলম, ওয়েবডেস্ক: লোকো পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। দুর্ঘটনার হাত থেকে বাঁচল দেরাদুন-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস। শুক্রবার দেহরাদুন থেকে নয়াদিল্লি ফিরছিল জনশতাব্দী এক্সপ্রেস। তাপরি জংশনের কাছাকাছি পৌঁছতেই ট্রেনে ধরা পড়ে বড় ধরনের সমস্যা। লোকো পাইলট লক্ষ্য করেন, ইঞ্জিনের চাকায় একটা সমস্যা হচ্ছে। ফ্যানের গতি বাড়লেই সমস্যা প্রকট হচ্ছে। এরপর লোকো পাইলট সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দেন। ট্রেন থেকে নেমে দেখেন, ইঞ্জিনের একটি চাকার একাংশ গলে গিয়েছে। এমনকী সেই অংশের জন্য রেল লাইনের কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: প্রয়াত ‘ভারত কুমার’ Manoj Kumar, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর
এই ঘটনায় সঙ্গে সঙ্গে নিকটবর্তী জংশনের রেল আধিকারিকদের খবর পাঠানো হয়। রেলের ইঞ্জিনিয়াররা এসে চাকা পরীক্ষা করেন। তবে যেভাবে চাকা গলে গিয়েছে, তাতে গতি আরও বাড়লে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল। এমনকী উল্টেও যেতে পারত। বহু মানুষের প্রাণ হারানোর আশঙ্কা ছিল। লোকো পাইলটের বিচক্ষণতায় প্রাণ বাঁচল বহু যাত্রীর।