টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী জাহির খান!

- আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার
- / 42
পুবের কলম, ওয়েবডেস্ক: ইডেনে মঙ্গলবার লখনউ সুপার জায়েন্টস চার রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে। এই ম্যাচ শুরুর অগে একটি অনুষ্ঠানে কিংবদন্তি জাহির খান ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। যিনি এই মুহূর্তে লখনউয়ের মেন্টর। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার।
ওই অনুষ্ঠানে জাহিরের কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে কি করবেন? উত্তরে কিংবদন্তি পেসার বলেন, ‘দেশের কোচ হওয়া সবসময়ই গর্বের বিষয়।’ তবে দলের হেড কোচ নাকি, বোলিং কোচ, কোন ভূমিকা গ্রহণ করতে চান সেই বিষয়ে মুখ খোলেননি জাহির। পাশাপাশি আইপিএল নিয়ে তাঁর পর্যবেক্ষন, ‘ আইপিএল এমন একটা মঞ্চ যেখানে তরুন প্লেয়াররা উঠে আসে। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে সাজঘরে সময় কাটাতে পারে। যা তাদের কেরিয়ারে উন্নতি করতে সাহায্য করে।’