আম্বেদকর নগর থেকে নয়াদিল্লি পর্যন্ত চালু নতুন ট্রেন

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
- / 31
সংবিধান রচয়িতার প্রতি শ্রদ্ধাঞ্জলি
পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের আম্বেদকর নগর থেকে রাজস্থানের কোটা হয়ে নয়াদিল্লি পর্যন্ত চালু হল নতুন ট্রেন। নতুন ট্রেনের উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী মোহন যাদব আম্বেদকরের জন্মবার্ষিকীর প্রাক্কালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর-সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা মধ্যপ্রদেশের কোটা এবং আম্বেদকর নগর স্টেশনে উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, নয়া ট্রেন ডাঃ আম্বেদকর নগর-কোটা ও নয়াদিল্লিকে যুক্ত করবে। ভারতের সংবিধান রচয়িতার প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে জানান তিনি।
আরও পড়ুন: গুজব ছড়ানো নিয়ে হুঁশিয়ারি এডিজি আইনশৃঙ্খলার, দোষীদের পাতাল থেকে বের করে শাস্তির নিদান
তিনি আরও বলেন, ভারত গৌরব নামে আরও একটি নতুন ট্রেন চালু করার কথা ভাবা হচ্ছে। যা আম্বেদকরের জন্মস্থান, শিক্ষাস্থান, যেখানে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং মৃত্যুস্থান ও তাঁর সমাধিস্থান ঘুরে দেখাবে। আম্বেদকর জয়ন্তীর প্রাক্কালে নতুন ট্রেনটিকে রাজ্যের জন্য উপহার হিসেবে অভিহিত করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই ট্রেন নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ উন্নত করবে বলেও জানান তিনি। রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নতি হবে। যাত্রীরা কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারবে বলেও জানান তিনি।
ট্রেনটি প্রতিদিন বিকাল সাড়ে তিনটে নাগাদ আম্বেদকর নগর থেকে যাত্রা শুরু করবে। ইন্দোর, উজ্জয়িনী এবং কোটা হয়ে পরের দিন ভোর ৪টে ২৫ মিনিট নয়াদিল্লি পৌঁছবে। ফেরার সময় ট্রেনটি নয়াদিল্লি থেকে রাত ১১টা ২৫ মিনিটে ছাড়বে। পরের দিন দুপুর ১২টা ২৫ মিনিট ডাঃ আম্বেদকর নগরে পৌঁছবে। ট্রেনটি ১৩ ঘণ্টায় ৮৪৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। মধ্যপ্রদেশ ও রাজস্থানের ১৫টি গুরুত্বপূর্ণ শহর এবং গন্তব্যস্থলকে ছুঁয়ে যাবে এই ট্রেন।