Bengaluru Airport থেকে মুছে ফেলা হয়েছে হিন্দি! ভাইরাল ভিডিয়ো

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
- / 36
পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport) হিন্দি সরানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ডিজিটাল ফ্লাইড বোর্ডের ভিডিয়ো ভাইরাল। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুবের কলম। ভিডিয়োটি প্রায় ২০ লক্ষ মানুষ দেখেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে ডিজিটাল বোর্ডে হিন্দিতে লেখা কোনও তথ্য নেই। বেঙ্গালুরু বিমানবন্দর (Bengaluru Airport) থেকে ইচ্ছাকৃতভাবে হিন্দি সরানো হয়েছে কিনা তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। বেঙ্গালুরুর বিমানবন্দরে (Bengaluru Airport) ডিজিটাল ফ্লাইট বোর্ডে হিন্দির কোনও উল্লেখ নেই। কন্নড় এবং ইংরেজি ভাষায় তথ্য দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সাংবাদিক Siddique Kappan-এর বাড়িতে পুলিশি তল্লাশি
বিজেপি সরকারের দক্ষিণে রাজ্যগুলিতে হিন্দি ভাষা চাপানোর বির্তকের আবহে এই ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (Bengaluru Airport) তরফে জানানো হয়েছে, ডিসপ্লে সিস্টেমে কোনও পরিবর্তন করা হয়নি। টার্মিনালজুড়ে পথনির্দেশক সাইনবোর্ডগুলি ইংরেজি, কন্নড় এবং হিন্দিতে রয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
Hindi is removed in digital display boards of Kempegowda International airport in Bengaluru.
Kannada & English.#Kannadigas are resisting Hindi imposition.
This is a really good development ! 👌#StopHindiImposition#TwoLanguagePolicypic.twitter.com/Ll98yTOdbU
— ಚಯ್ತನ್ಯ ಗವ್ಡ (@Ellarakannada) April 12, 2025