নাগোর দোলায় স্ত্রীকে ছুরি দিয়ে খুন! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন স্বীকার স্বামীর

- আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 47
পুবের কলম, ওয়েবডেস্ক: মেলা বললে প্রথমেই মাথায় কী আসে? আনন্দ, একরাশ মজা, খাওয়া-দাওয়া, অগণিত মানুষ আর নাগোর দোলা। মেলায় গিয়ে নাগোর দোলায় চাপবে না এমন মানুষ হাতে গোনা পাওয়া যায়। আর এই নাগোর দোলাতেই রচিত হয়েছে এক ভয়ানক ক্লাইম্যাক্স। যে ক্লাইম্যাক্সের কথা ঘুণাক্ষরেও টের পাননি নোয়াখালির লাকি বেগম। লাকি বেগম একজন টিকটক স্টার। টিকটকের দৌলতে সামান্য পরিচিতিও রয়েছে। তবে এই টিকটক যে তাঁর জীবনে কাল হতে চলেছে, তা তিনি একদম বোঝেননি। টিকটকের জন্য স্বামীর সঙ্গে টুকটাক ঝামেলাও হত। তবে সেই ঝামেলাকে খুব একটা আমল দেননি লাকি। ঝামেলা-ঝঞ্ঝাট কোন স্বামী-স্ত্রীর মধ্যে হয়না! তার উপরে সে অন্তঃসত্ত্বা। স্বাভাবিকভাবেই কোনও কু-চিন্তাকে পাত্তা দেননি তিনি। তবে আমাদের ভাবনার বাইরেও অনেক কিছু ঘটে চলেছে। আমরা যা ভাবি তা সব সময় হয় না। বরঞ্চ বলা ভাল তার উল্টোটাই হয়। লাকি-শাকিবের গল্পে যেটা হয়েছে। লাকির জন্য যে এক ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে, তার বিন্দুমাত্র আভাস পাননি তিনি। আর পাঁচটা মেয়ের মতোই লাকিও নিজের স্বামী শাকিব মাহমুদকে বিশ্বাস করেছিলেন।
আরও পড়ুন: গ্রেফতার হিরা ব্যবসায়ী Mehul Choksi, ভারতের হাতে প্রত্যর্পণ করবে বেলজিয়াম
সোমবার রাত আটটার ঘটনা। নোয়াখালির বেগমগঞ্জের একলাশপুরে চলছিল মেলা। ইউনিয়নের হাফেজ মহিনউদ্দিন ওরসের মেলায় স্বামী শাবিকের সঙ্গে যান লাকি বেগম। এর পরই রচিত হয় গল্পের মেন প্লট। শাকিবের মনে তখন এক ভয়ঙ্কর খেলা চলছে। সুযোগের অপেক্ষায় রয়েছে সে। ঠিক সেই সময় নাগোরদোলায় উঠতে চান লাকি বেগম। সুযোগের সদ্ব্যবহার করতে কসুর রাখে না শাকিব। নাগোরদোলায় লাকির পাশেই বসেন শাকিব। চালু হয় নাগোরদোলা। চালু হওয়ার সঙ্গে সঙ্গেই গলায় ছুরির কোপ বসান শাকিব। নাগোরদোলাতেই লুটিয়ে পড়েন অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম। হাসপাতালে নিয়ে গিলে চিকি়ৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নোয়াখালি জেনারেল হাসপাতালে এলাকা থেকে শাকিবকে গ্রেফতার করে পুলিশ।
নিহত লাকির বাবা মহম্মদ মনছুর একটি মামলা দায়ের করেছেন। নিহত লাকি বেগমের মা শেফালি বেগম জানিয়েছেন, “এক বছর আগে তাঁর মেয়ের সঙ্গে শাকিবের বিয়ে হয়। খুনের মাত্র ১৫ দিন আগে লাকি ও শাকিব তাঁদের বাড়িতে এসেছিলেন। গত রোববার দু’জনের মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানান তিনি। শাকিব মেয়েকে মারধরও করেন বলে অভিযোগ মায়ের। এমনকি লাকির মোবাইল ফোনও ভেঙে ফেলা হয় বলে জানিয়েছেন মা শেফালি বেগম। লাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চান মা।
আরও পড়ুন: নজরে বিহার বিধানসভা! রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে তেজস্বী
শাকিবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, লাকি টিকটকে আসক্ত ছিলেন। তা নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। শুধু তাই নয়, লাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত বলেও সন্দেহ করতেন শাকিব। আর সেখান থেকেই লাকি বেগমকে খুনের পরিকল্পনা বলে জানতে পেরেছে পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি লিটন দেওয়ান জানিয়েছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব হত্যার কথা স্বীকার করেছেন। স্ত্রীকে হত্যার উদ্দেশেই পরিকল্পিতভাবে মেলায় নিয়ে গিয়েছিলেন। স্ত্রীকে খুন করার জন্য পাশের একটি বাজার থেকে সোমবার একটি ছুরিও কেনেন। খুনে ব্যবহৃত ছুরিটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।” ওসি আরও বলেন, “লাকি বেগম টিকটকের জন্য ভিডিয়ো তৈরি করতেন তা পছন্দ ছিল না শাকিব মাহমুদের। এছাড়া বিবাহবহির্ভূত সম্পক নিয়েও সন্দেহ করতেন। স্ত্রীর সঙ্গে এ নিয়ে ঝগড়াও হত। এর জেরেই স্ত্রীকে খুন করেন শাকিব।”