আগামী ১৫ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়,ঘোষণা মুখ্যমন্ত্রীর
- আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী বলেন “ ১৫ তারিখ থেকে স্কুল কলেজ- খোলা হোক তার আগে দু সপ্তাহের মধ্যে স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে’’
তবে সব শ্রেণীর পড়ুয়াদের জন্য কিন্তু এখনই খুলছেনা স্কুল। একমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য শুরু হবে ক্লাস। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কালীপুজো হচ্ছে চার তারিখ (চার নভেম্বর)। ১০ ও ১১ তারিখ হচ্ছে ছটপুজো। ১৩ তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমায় যা করতে হবে ১৫ তারিখ (১৫ নভেম্বর) থেকে করতে হবে। স্কুল, কলেজ খোলার বিষয়টি ১৫ তারিখ (১৫ নভেম্বর) থেকে করে দাও। তার আগে স্কুল-কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলি মাথায় রাখ।’
তার মানে কালিপুজো,দিওয়ালির পর উৎসবের মরসুম শেষ হলেই খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য করোনা মহামারীর জেরে ২০২০ সালের মার্চ থেকে বন্ধ হয়ে যায় রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। শুরু হয় অনলাইন ক্লাস।
রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবি পড়ুয়া, তাদের অভিভাবক থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকারা জানাচ্ছিলেন।টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর সেই দাবি আরও জোরালো হয়।
উল্লেখ্য ২০২০ সালের ১৬ মার্চ থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক ভাবে ৩১ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পর করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় আর স্কুল-কলেজ খোলা হয়নি। বন্ধ করা হয় বেশ কিছু পরীক্ষাও। ক্রমশ অনলাইন পঠনপাঠনেই অভ্যস্ত হয়ে উঠতে শুরু করে পড়ুয়ারা। তার পর করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ২০ মাস পর স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের কিন্তু ক্লাস করতে হবে এখন অনলাইনেই।