Pahalgam Terror Attack: দোষীদের কড়া শাস্তির দাবি সিরাজের

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 41
পুবের কলম ওয়েবডেস্ক: কাশ্মীরের ‘মিনি সুইৎজারল্যান্ড’ পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) মঙ্গলবার ঘটে গিয়েছে হৃদয় বিদারক ঘটনা। সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ২৮ জন পর্যটক। বহু মানুষ আহত। শুধু দেশে নয়, রাশিয়া আমেরিকাসহ গোটা বিশ্ব এই ঘটনার নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এবার পহেলগাঁওয়ের এই হত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) নিন্দা করলেন ভারতীয় পেসার Mohammed Siraj। নিজের ইন্সটা বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘পহেলগাঁওয়ের ঘটনায় আমি স্তম্ভিত, রীতিমতো অবাক। নিরীহ সাধারণ জনগণকে এভাবে হত্যা করা, এটা কেমন লড়াই? এ তো শয়তানের নামান্তরমাত্র। কোনও কারণ ছাড়া, কোনও বিশ্বাস ছাড়া, কোনও আদর্শ ছাড়া এই হত্যাকাণ্ডের কোনও উদ্দেশ্যই নেই। যারা এটা ঘটিয়েছে তারা কারও মঙ্গলের জন্য এটা করেনি। এমন দানবীয় হত্যাকাণ্ডের কোনও অর্থ নেই।’ সঙ্গে তিনি এও দাবি করেছেন, ‘এ কেমন লড়াই, যেখানে মানুষের জীবনের কোনও দাম নেই।’
আরও পড়ুন: Pahalgam Terror Attack: নিহত দুই যুবকের দেহ ফিরল দমদম বিমানবন্দরে
Mohammed Siraj পহেলগাঁওয়ের ঘটনায় (Pahalgam Terror Attack) যে বার্তা দেন, তাতে তিনি জানিয়েছেন, ‘যে সমস্ত পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছি, এ যে কতটা যন্ত্রণাদায়ক, তা আমরা বুঝতে পারব না। যাদের যায়, তারাই বোঝেন। সেই সমস্ত পরিবারকে আমার সমবেদনা জানাই। প্রার্থনা করি, তারা এই ক্ষতি সামলে উঠে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরুন।’ পাশাপাশি সিরাজ এও জানিয়েছেন, ‘এই অমানবিক কাণ্ডকারখানা বন্ধ হোক। কোনও ক্ষমা নয়। সন্ত্রাসবাদীদের জলদি ধরা হোক এবং তাদের কড়া থেকে আরও কড়া শাস্তির দাবি জানাচ্ছি।’
Just read about the horrific and shocking terrorist attack in Pahalgam.
To target and kill innocent civilians in the name of religion is pure evil…
No cause, no belief, no ideology can ever justify such a monstrous act.Yeh kaisi ladai hai… pic.twitter.com/nP5LKpT94E— Mohammed Siraj (@mdsirajofficial) April 23, 2025