Pahalgam Terror Attack: পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া শুরু ভারতের

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া শুরু করল ভারত। এই হত্যালীলাকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, বারবার জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই আবহের মধ্যেই প্রথম বড় সিদ্ধান্ত নিল ভারত। পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু জল বন্টন’ চুক্তি বাতিল করল ভারত।
পাকিস্তানকে উচিত শিক্ষায় কী কী পদক্ষেপ নিল ভারত
-
নয়া দিল্লিতে বন্ধ পাকিস্তান দূতাবাস।
-
পাক নাগরিকদের সব রকম ভিসা বন্ধ করল এদেশ।
-
‘SAARC visa exemption’-এর অন্তর্গত পাক নগরিকদের আর ভিসা দেওয়া হবে না। যাঁদের দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে।
-
৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ।
-
ভারত ও ইসলামাবাদ হাই কমিশন থেকে নিজেদের প্রতিনিধিদের ফিরিয়ে নিচ্ছে।
-
বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা চেকপোস্ট।
সিন্ধু জলচুক্তি বাতিল হয়ে গেলে অকূল পাথারে পড়বে পাকিস্তান। সেদেশের ৮০ শতাংশ কৃষিজমিতে জল সরবরাহ হয় এই চুক্তির মাধ্যমে। সেচের জন্য প্রয়োজনীয় জলের ৯০ শতাংশেরও বেশি আসে সিন্ধু নদ থেকে। করাচি, মুলতান, লাহোরের মতো বড় শহরগুলিতেও সিন্ধু নদের জলই ব্যবহৃত হয়। তারবেলা এবং মাংলার জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চলে সিন্ধুর জল থেকেই। গম, চাল, আখ, তুলো চাষ এবং পাকিস্তানের জিডিপির ২৫ শতাংশ নির্ভর করে এই সিন্ধুর জলের উপরেই। তাই এই চুক্তি মোতাবেক জল না পেলে পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ উৎপাদন, জনজীবন-সবই থমকে যাবে।
বুধবার, নয়া দিল্লিতে বৈঠকে বসেন তিন সেনাপ্রধান।সেই বৈঠকেই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে। একই সঙ্গে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। দেশের প্রতিটি বাহিনীতে নজরদারি আরও বৃৃদ্ধি করতে বলা হয়েছে। হত্যাকারীরা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
In the wake of the terrorist attack in Pahalgam, chaired a meeting of the CCS at 7, Lok Kalyan Marg. pic.twitter.com/bZj5gggp5l
— Narendra Modi (@narendramodi) April 23, 2025
আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা
Pahalgam Terror Attack: দোষীদের কড়া শাস্তির দাবি সিরাজের
Pahalgam Terror Attack: নারকীয় হত্যাকাণ্ডের বদলা নিতে হবে, প্রতিবাদে সোচ্চার শাহরুখ-সলমন
Pahalgam Terror Attack: ২৪ ঘণ্টা পরেই ফের গুলি চলল জম্মু ও কাশ্মীরের কুলগামে