Pahalgam Terror Attack: ভারতে বন্ধ করা হল PSL-এর সম্প্রচার

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 33
Pahalgam Terror Attack: ভারতে বন্ধ করা হল PSL-এর সম্প্রচার
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিল ‘ফ্যানকোড’ (Fancode)
পুবের কলম প্রতিবেদ: (Pahalgam Terror Attack…..) ভারতে বন্ধ করা হল PSL-এর সম্প্রচার। (Pahalgam Terror Attack) পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে এবার এদেশে পাকিস্তান সুপার লিগের (PSL) ম্যাচ সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারত। এদিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড তাদের ওয়েবসাইট থেকে চলতি PSL-এর আসন্ন ম্যাচ সংক্রান্ত তথ্য এবং পুরনো সব ভিডিয়ো সরিয়ে ফেলেছে।
Pahalgam Terror Attack: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত
এর আগে তারা PSL -এর শুরুর ১৩টি ম্যাচ সম্প্রচার করলেও (Pahalgam Terror Attack) এরপর থেকে তারা আর প্রতিবেশী দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের কোনো ম্যাচ সম্প্রচার করবে না বলে জানিয়েছে। এর ফলে ভারতে বসে আর কেউই পাকিস্তান সুপার লিগের ম্যাচ দেখতে পারবেন না। এতে অবশ্য PSL-এর আয়ের পথ অনেকটা বাধা পাবে বলে মনে করছে বিভিন্ন মহল (Pahalgam Terror Attack)।
সুর চড়িয়ে এক ধাপ এগিয়ে ‘ফ্যানকোড’ (Fancode) নামে একটি স্পোর্টস অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আর পাকিস্তানের (Pakistan) ক্রিকেট লিগ পিএসএল (PSL) সম্প্রচার করবে না। আর এই নয়া সিদ্ধান্ত বলবৎ হবে আজ থেকেই।
গতকাল থেকেই দাবি উঠেছিল পাকিস্তানকে (Pakistan) বয়কট করতে হবে। আর সেটা ক্রিকেট নয়, সমস্ত খেলাধুলোর ময়দান থেকে। আওয়াজ তুলেছিলেন খেলোয়াড় ও সমর্থকদের একাংশ। আজ সেই দাবিকেই মান্যতা দিয়েছে বিসিসিআই (BCCI)। পহেলগামে নৃশংস জঙ্গিহানার (Pahalgam Terror Attack) আবহে ভারতের ক্রিকেট বোর্ড সাফ জানিয়েছে, আগামী দিনে দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে না।
Standing in solidarity with the victims of the Pahalgam terror attack. Prayers for the families who lost their loved ones in this gruesome attack 💔 pic.twitter.com/KXAJelZ1n3
— BCCI (@BCCI) April 23, 2025
বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার যেটা বলবে, সেটাই করব। সরকারি নীতির কারণেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। আগামী দিনেও খেলব না। যদিও আইসিসির সঙ্গে চুক্তির শর্ত মেনে আইসিসি টুর্নামেন্টে খেলতে হবে। এই বিষয়ে আইসিসিও অবগত রয়েছে।’ বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার বক্তব্যেও একই সুর শোনা গিয়েছে। তিনি বলেন, ‘পহলগামে জঙ্গি হানায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিসিসিআইয়ের পক্ষ থেকে কড়া ভাষায় এই হামলার নিন্দা জানাতে চাই। অসমসাহসী, ক্ষতিগ্রস্ত পরিবার, যারা স্বজনহারা হয়েছে, তাদের সমবেদনা জানাই।’