WB Madhyamik Result 2025: ২ মে মাধ্যমিকের ফল

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 30
WB Madhyamik Result 2025: ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।
পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ হবে।
পুবের কলম প্রতিবেদকঃ আগামী ২ মে, শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result 2025)। মাধ্যমিক শিক্ষা পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছে, ২ মে সকাল ৯ টায় প্রকাশ করা হবে (WB Madhyamik Result 2025)। ওই দিনই ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা জানতে পারবেন নিজেদের রেজাল্ট। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।
Pahalgam Terror Attack: ভারতে বন্ধ করা হল PSL-এর সম্প্রচার
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।
সকাল ৯টা ৪৫ মিনিট থেকে মোবাইল অ্যাপে ফল জানা যাবে (WB Madhyamik Result 2025)। ওই দিনই বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
⇔ওয়েবসাইট⇔
⇒ www.result.wbbsedata.com
⇒ www.results.shiksha
⇒ www.indiaresults.com
⇒ results.in
⇒ www.schools9.com
⇔মোবাইল অ্যাপ⇔
⇒
http://iresults.net/wbbse-app
fastresult.in
www.results.shiksha
www.edutips.in
মেসেজের মাধ্যমেও পরীক্ষার ফল জানতে পারবে পড়ুয়ারা।
চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। যা গত বছরের তুলনায় কমপক্ষে ৬২ হাজারেরও বেশি। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৮৩। টুকলি রুখতে এবছর একাধিক কড়া পদক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল কিংবা কোনও বৈদ্যুতিন গ্য়াজেট-সহ পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়ার নিয়ম চালু হয়। সেই নিয়মের ফলে মোট ১৪৫ জনের পরীক্ষাও বাতিল হয়। বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টের আঁচড়ে প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী সম্প্রতি চাকরি হারিয়েছেন। তার ফলে কারা খাতা দেখবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে তারই মাঝে পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।