ভারতীয় ডাক্তারের চিকিৎসাতেই সুস্থ হন রিজওয়ান
- আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 8
পুবের কলম ডেস্ক : দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে মোটেও নিশ্চিত ছিলেন না পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মুহাম্মদ রিজওয়ান। ফ্লু নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বুকে এতটাই জটিল সমস্যা ছিল, যে তাকে দুদিন আইসিইউতে রাখতে হয়েছিল। আর আই সি ইউ তে রিজওয়ান এর চিকিৎসা করেছিলেন ভারতীয় ডাক্তার সাহির সাইনাল আবেদিন। তিনিই সুস্থ করে তুলেছেন রিজওয়ানকে। দুবাইয়ের মেডিওর হাসপাতালের সেই ভারতীয় ডাক্তার বলেন, নকআউট ম্যাচে নামার জন্য রিজওয়ানের মারাত্মক একটা জেদ চেপে বসেছিল। আইসিইউর বেডে শুয়ে বারবার বলছিল, আমায় খেলতেই হবে, আমি টিমের সঙ্গে থাকতে চাই।’রেজওয়ানের মানসিকতা খুব ভাল লেগেছিল ডক্টর সাহিরের। দুবাইয়ের সেই ভারতীয় ডাক্তার বলছেন, ‘হাসপাতালে ভর্তির সময় ওর বুকে দারুন ব্যথা ছিল। তাই আমরা অর একটা পুরোপুরি পরীক্ষা করতে চেয়েছিলাম। রিজওয়ানের সংক্রমণ খুব সাংঘাতিক পর্যায়ে চলে গিয়েছিল। সাধারণত এরকম সংক্রমণ সেরে উঠতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে। কিন্তু রিজওয়ান খুব সাহসী এবং আত্মবিশ্বাসী, ওর ফিজিক্যাল ফিটনেস একজন সত্যিকারের স্পোর্টসম্যান এর মতই। তাই দুটো দিনেই ও সুস্থ হয়ে মাঠে নেমে পড়েছিল।’
রিজওয়ানের শারীরিক অসুস্থতা এতটাই ভিন্ন ছিল যে ডাক্তার সাইনালআবেদিন বলছেন, সাধারণত কোন স্পোর্টস ইভেন্ট -এর সময় আমরা দেখি প্লেয়াররা হাসপাতলে আসে বিভিন্ন ইনজুরি নিয়ে। কিন্তু রিজওয়ান এর ব্যাপারটা একেবারেই অন্যরকম। এরকম একটা অবস্থা থেকে মাঠে নামা, এটা একমাত্র ডেডিকেশন, কমিটমেন্ট এবং সাহস ছাড়া সম্ভব নয়। ‘