২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটকের পর এবার গুজরাতে ওমিক্রন হানা, আক্রান্ত ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্কঃ কর্নাটকের পর এবার গুজরাতে ওমিক্রনের হানা। ৭২ বছর বয়সী আক্রান্ত ব্যক্তির দেহে মিলল ওমিক্রন। কিছুদিনে আগেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। দেশে ফিরে আসার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি পরীক্ষা করান। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। জিনোম সিকোয়েন্সিং-এর ওই ব্যক্তির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়। রিপোর্টে ওমিক্রন ধরা পড়ে। শনিবার এই কথা জানিয়েছেন গুজরাতের স্বাস্থ্য দফতর।

 

আমেদাবাদের এক পুর কর্তা জানিয়েছেন, ওই কয়েকবছর ধরে জিম্বাবোয়েতে থাকেন। এর পর তিনি ভারতে ফেরেন। ফেরার পর থেকে শারীরিক  অসুস্থতা বোধ করেন তিনি। চিকিৎসা পরীক্ষা করা হয়। চিকিৎসকের পরামর্শ মেনে আরটি-পিসিআর পরীক্ষা করান৷ সেই রিপোর্ট পজিটিভ এসেছে৷ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা জানতে তাঁর শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়৷ সেই রিপোর্টও পজিটিভ এসেছে৷ গুরু গোবিন্দ সিং সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই আক্রান্ত ব্যক্তিকে। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে।

 

এই নিয়ে মোট ভারতে তিনজনের শরীরে ওমিক্রনের হদিশ মিলল। এর আগে কর্ণাটকে দুজনের শরীরে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে। এদের মধ্যে একজনের বয়স ৪৬ ও অপরজনের বয়স ৬৬ বছর।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটকের পর এবার গুজরাতে ওমিক্রন হানা, আক্রান্ত ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ কর্নাটকের পর এবার গুজরাতে ওমিক্রনের হানা। ৭২ বছর বয়সী আক্রান্ত ব্যক্তির দেহে মিলল ওমিক্রন। কিছুদিনে আগেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। দেশে ফিরে আসার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি পরীক্ষা করান। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। জিনোম সিকোয়েন্সিং-এর ওই ব্যক্তির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়। রিপোর্টে ওমিক্রন ধরা পড়ে। শনিবার এই কথা জানিয়েছেন গুজরাতের স্বাস্থ্য দফতর।

 

আমেদাবাদের এক পুর কর্তা জানিয়েছেন, ওই কয়েকবছর ধরে জিম্বাবোয়েতে থাকেন। এর পর তিনি ভারতে ফেরেন। ফেরার পর থেকে শারীরিক  অসুস্থতা বোধ করেন তিনি। চিকিৎসা পরীক্ষা করা হয়। চিকিৎসকের পরামর্শ মেনে আরটি-পিসিআর পরীক্ষা করান৷ সেই রিপোর্ট পজিটিভ এসেছে৷ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা জানতে তাঁর শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়৷ সেই রিপোর্টও পজিটিভ এসেছে৷ গুরু গোবিন্দ সিং সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই আক্রান্ত ব্যক্তিকে। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে।

 

এই নিয়ে মোট ভারতে তিনজনের শরীরে ওমিক্রনের হদিশ মিলল। এর আগে কর্ণাটকে দুজনের শরীরে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে। এদের মধ্যে একজনের বয়স ৪৬ ও অপরজনের বয়স ৬৬ বছর।