২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বঞ্চিতদের সেবার জন্য বুদ্ধিজীবী মঞ্চঃ ওয়াজেজুল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 4

মঞ্চে উপস্থিত বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াজেজুল হক, পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান

পুবের কলম প্রতিবেদকঃ কোভিডবিধি কিছুটা শিথিল হতেই এবার জেলাতে জনসভা করল ‘বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’। হুগলির জাঙ্গিপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে রবিবার জনসভার আয়োজন করে ওই সংগঠন। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক বলেন–  ‘বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’ অসহায়– পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে। কোনও রঙ দেখে না। কে– কোন ধর্ম তার ভেদাভেদও করে না। এই সংগঠন শুধুই মানুষকে দেখে। আম আদমির জন্য কাজ করে।’

 

কেউ কেউ বলে থাকেন–  আমি ইসলাম ধর্মগুরু। এই মন্তব্যের জোর বিরোধিতা করেন জনাব ওয়ায়েজুল। কারণ তিনি মনে করেন– ‘ধর্মগুরু একজনই। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.)। অধ্যাপক ওয়ায়েজুলের বক্তব্য– ‘আমাদের সকলের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা। তৃণমূল সুপ্রিমোর তৈরি করা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যে কাজগুলো অধরা রয়েছে তা সম্পূর্ণ করা। জননেত্রীর সমস্ত কর্মসূচিগুলিকে মানুষের দুয়ারে-দুয়ারে পৌঁছে দেওয়া সংগঠনের অন্যতম কাজ।’ পাশাপাশি অধ্যাপক ওয়ায়েজুলের বার্তা– ‘সবার সঙ্গে চলতে হবে। সবার কথা শুনতে হবে। মানুষ বিপদে পড়লে– তাঁর কাছে ছুটে যেতে হবে।’

 

দুর্নীতির সঙ্গে কোনওভাবেই আপোষ করা হবে না বলেও সাফ জানিয়েছেন ওয়ায়েজুল।

এ দিন দীপ্ত কণ্ঠে জনাব ওয়ায়েজুল আরও বলেন– ‘জাঙ্গিপাড়াতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যে বীজ বপন করলাম– সকলের ভালোবাসা-দুয়া-আশীর্বাদে তা মহীরুহে পরিণত হবে।’

 

এ দিনের জনসভায় উপস্থিত ছিলেন মঞ্চের অন্যতম অ্যাডভাইজার ও ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। তিনি বলেন– ‘ওয়ায়েজুল হকের নেতৃত্বাধীন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ যুব সমাজকে নিয়ে এগিয়ে চলেছে। মানুষের বিপদ মুসিবতের সময় তারা পাশে দাঁড়াচ্ছে। আজ আমরা দেখছি– পশ্চিম বাংলায় বিজেপির বিজয়রথ স্তব্ধ হয়ে গেছে। এই কাজে সংখ্যালঘুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আমাদের যেমন অধিকার অর্জনের লড়াই করতে হবে– তেমনি দিদির নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তিকেও রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ নয়– এখন সারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কোভিডের সময় তিনি জীবন বিপন্ন করে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে গেছেন– এমনকী বাজারে গিয়ে গন্ডি কেটে দিয়েছেন। মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন।’

 

এ দিনের জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–  মঞ্চের সাধারণ সম্পাদক আলমগির মোল্লা–  হুগলি জেলা সভাপতি আবরার সাইদি– জাঙ্গিপাড়া ব্লক সভাপতি সাকিল আহমেদ– মঞ্চের কোষাধ্যক্ষ শেখ হান্নান– আবু বক্কর সিদ্দিক খান– দক্ষিণ ২৪ পরগনার সাধারণ সম্পাদক ড. অরুণিমা দত্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মামুন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বঞ্চিতদের সেবার জন্য বুদ্ধিজীবী মঞ্চঃ ওয়াজেজুল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ কোভিডবিধি কিছুটা শিথিল হতেই এবার জেলাতে জনসভা করল ‘বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’। হুগলির জাঙ্গিপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে রবিবার জনসভার আয়োজন করে ওই সংগঠন। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক বলেন–  ‘বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’ অসহায়– পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে। কোনও রঙ দেখে না। কে– কোন ধর্ম তার ভেদাভেদও করে না। এই সংগঠন শুধুই মানুষকে দেখে। আম আদমির জন্য কাজ করে।’

 

কেউ কেউ বলে থাকেন–  আমি ইসলাম ধর্মগুরু। এই মন্তব্যের জোর বিরোধিতা করেন জনাব ওয়ায়েজুল। কারণ তিনি মনে করেন– ‘ধর্মগুরু একজনই। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.)। অধ্যাপক ওয়ায়েজুলের বক্তব্য– ‘আমাদের সকলের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা। তৃণমূল সুপ্রিমোর তৈরি করা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যে কাজগুলো অধরা রয়েছে তা সম্পূর্ণ করা। জননেত্রীর সমস্ত কর্মসূচিগুলিকে মানুষের দুয়ারে-দুয়ারে পৌঁছে দেওয়া সংগঠনের অন্যতম কাজ।’ পাশাপাশি অধ্যাপক ওয়ায়েজুলের বার্তা– ‘সবার সঙ্গে চলতে হবে। সবার কথা শুনতে হবে। মানুষ বিপদে পড়লে– তাঁর কাছে ছুটে যেতে হবে।’

 

দুর্নীতির সঙ্গে কোনওভাবেই আপোষ করা হবে না বলেও সাফ জানিয়েছেন ওয়ায়েজুল।

এ দিন দীপ্ত কণ্ঠে জনাব ওয়ায়েজুল আরও বলেন– ‘জাঙ্গিপাড়াতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যে বীজ বপন করলাম– সকলের ভালোবাসা-দুয়া-আশীর্বাদে তা মহীরুহে পরিণত হবে।’

 

এ দিনের জনসভায় উপস্থিত ছিলেন মঞ্চের অন্যতম অ্যাডভাইজার ও ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। তিনি বলেন– ‘ওয়ায়েজুল হকের নেতৃত্বাধীন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ যুব সমাজকে নিয়ে এগিয়ে চলেছে। মানুষের বিপদ মুসিবতের সময় তারা পাশে দাঁড়াচ্ছে। আজ আমরা দেখছি– পশ্চিম বাংলায় বিজেপির বিজয়রথ স্তব্ধ হয়ে গেছে। এই কাজে সংখ্যালঘুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আমাদের যেমন অধিকার অর্জনের লড়াই করতে হবে– তেমনি দিদির নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তিকেও রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ নয়– এখন সারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কোভিডের সময় তিনি জীবন বিপন্ন করে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে গেছেন– এমনকী বাজারে গিয়ে গন্ডি কেটে দিয়েছেন। মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন।’

 

এ দিনের জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–  মঞ্চের সাধারণ সম্পাদক আলমগির মোল্লা–  হুগলি জেলা সভাপতি আবরার সাইদি– জাঙ্গিপাড়া ব্লক সভাপতি সাকিল আহমেদ– মঞ্চের কোষাধ্যক্ষ শেখ হান্নান– আবু বক্কর সিদ্দিক খান– দক্ষিণ ২৪ পরগনার সাধারণ সম্পাদক ড. অরুণিমা দত্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মামুন।