২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন নিয়ে সতর্কবাণী শোনালেন ‘ WHO’ প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 4

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওমিক্রন ধরনের সংক্রমণ রোধে ছুটিতে ভ্রমণসহ অন্যান্য পরিকল্পনা বাতিল করার অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। সংস্থাটির প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস বলেছেন,  জীবন হারানোর চেয়ে ছুটির জন্য করা পরিকল্পনা বাতিল করা অনেক ভালো। আরও বলেছেন, ‘করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের ছুটিতে বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হবে। অথবা পিছিয়ে দিতে হবে।’ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টা ভাইরাসের তুলনায় করোনার ওমিক্রন ধরন অনেক দ্রুত ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে।

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ বিধিনিষেধ জোরদার করেছে। ভ্রমণের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। বড়দিনের সময় নেদারল্যান্ডসে কঠোর লকডাউন জারি করা হয়েছে।

এদিকে আমেরিকা জানিয়েছে,  প্রেসিডেন্ট জো বাইডেনের লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। দেশটির শীর্ষ সংক্রামক রোগ  বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি এর আগে বড়দিনে ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেন।

তিনি বলেন,  টিকা নেওয়া থাকলেও ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার রোগ নিযüন্ত্রক সংস্থা স্পেন– ফিনল্যান্ড– লেবাননসহ আটটি দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন– আমেরিকায় এখন ওমিক্রন ধরন শক্তিশালী হয়ে উঠছে। এদিকে, লন্ডনের ট্রাফালগার স্কোয়ার বর্ষবরণ উদযাপনের যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাদিক খান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকার নতুন বিধিনিষেধ জারি করতে পারে। উল্লেখ্য, গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রথম শনাক্ত হয়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রন নিয়ে সতর্কবাণী শোনালেন ‘ WHO’ প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওমিক্রন ধরনের সংক্রমণ রোধে ছুটিতে ভ্রমণসহ অন্যান্য পরিকল্পনা বাতিল করার অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। সংস্থাটির প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস বলেছেন,  জীবন হারানোর চেয়ে ছুটির জন্য করা পরিকল্পনা বাতিল করা অনেক ভালো। আরও বলেছেন, ‘করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের ছুটিতে বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হবে। অথবা পিছিয়ে দিতে হবে।’ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টা ভাইরাসের তুলনায় করোনার ওমিক্রন ধরন অনেক দ্রুত ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে।

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ বিধিনিষেধ জোরদার করেছে। ভ্রমণের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। বড়দিনের সময় নেদারল্যান্ডসে কঠোর লকডাউন জারি করা হয়েছে।

এদিকে আমেরিকা জানিয়েছে,  প্রেসিডেন্ট জো বাইডেনের লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। দেশটির শীর্ষ সংক্রামক রোগ  বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি এর আগে বড়দিনে ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেন।

তিনি বলেন,  টিকা নেওয়া থাকলেও ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার রোগ নিযüন্ত্রক সংস্থা স্পেন– ফিনল্যান্ড– লেবাননসহ আটটি দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন– আমেরিকায় এখন ওমিক্রন ধরন শক্তিশালী হয়ে উঠছে। এদিকে, লন্ডনের ট্রাফালগার স্কোয়ার বর্ষবরণ উদযাপনের যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাদিক খান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকার নতুন বিধিনিষেধ জারি করতে পারে। উল্লেখ্য, গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রথম শনাক্ত হয়।