এবার আতঙ্ক বাড়িয়ে হাজির ডেলমিক্রন, কি বলছেন বিশেষজ্ঞরা, জানুন বিস্তারিত
- আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার
- / 3
পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বজুড়ে লাল চোখ দেখাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভারত সহ বিশ্বের একাধিক দেশে বাড়ছে আক্রান্ত। ফের দেখা মিলেছে আরও এক ভ্যারিয়েন্টের, বিজ্ঞানীরা দাবি করেছেন এই নয়া প্রজাতির নাম ডেলমিক্রন। ডেল্টা ও ওমিক্রনের যুগলবন্দী এই ডেলমিক্রন।
বিজ্ঞানীরা বলছেন, এটি আল্ফা বা বিটার মতো আলাদা কোনও রূপ নয়। কোভিডের দুই রূপ ডেল্টা এবং ওমিক্রন— একসঙ্গে ভয়াবহ ভাবে ছড়াচ্ছে। তাই যুগ্মভাবে এই নামকরণ।
উল্লেখ্য ২০২১ সালের এপ্রিল থেকেই ডেল্টার প্রার্দুভাব শুরু হয়। স্বাদ,গন্ধ চলে যাওয়ার মত উপসর্গতো ছিলই। ছিল পেশির ব্যথা, চুল উঠে যাওয়া। ভারতেও করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার নেয়।এর পরে এল ওমিক্রন। এর সংক্রমণের হার অনেক বেশি হলেও উপসর্গ তুলনায় কম। স্বাদ-গন্ধ এর কারণে চলে যায় না। মাথাব্যথা, গলা চুলকানো, ক্লান্তি এর প্রধান উপসর্গ।
এরপর ডেলমিক্রন নিয়ে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কি এই ডেলমিক্রন? একদিকে ডেল্টা মারাত্মক উপসর্গ, তার সঙ্গে ওমিক্রনের মৃদু উপসর্গ— দুটোর প্রভাবই রয়েছে আক্রান্তদের মধ্যে। পাশাপাশি ডেল্টার মতো ধীরে ছড়াচ্ছে না এই সংক্রমণ। বরং এর সংক্রমণের হার ওমিক্রনের মতো।ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে ডেলমিক্রন।