কলকাতায় এবার সিসি ছাড়াই দেওয়া যাবে সম্পত্তি কর, ঘোষণা মেয়রের

- আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম প্রতিবেদকঃ কলকাতার কোনও জমি অ্যাসেসমেন্ট ছাড়া থাকবে না। সব জমি অ্যাসেসমেন্টের আওতায় আসবে। অন্যদিকে– কর ব্যবস্থা সরলীকরণে জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সেলফ অ্যাসেসমেন্ট ক্ষেত্রে নিজেই করতে পারবেন সাধারণ মানুষ। সেলফ ডিক্লিয়ারেশন অ্যাসেসমেন্ট পাওয়া যাবে অনলাইনে। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় অ্যাসেসমেন্টে বিভাগের সঙ্গে মেয়রের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। একইসঙ্গে প্রগতির সঙ্গে তাল মিলিয়ে কর ব্যবস্থাতেও ডিজিটাইজেশনে জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এবার বাড়িতে বসেই অনলাইনে দেওয়া যাবে সম্পত্তি কর।
এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, সম্পত্তিকর জমা দিতে গেলে আগে সিসি না থাকলে বেজায় সমস্যায় পড়তে হত ফ্ল্যাট মালিকদের। এবার থেকে আবাসনের মালিকরা বা প্রোমোটার সিসি না দিলেও ফ্ল্যাটের মালিকরা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমেই অনায়াসে সম্পত্তিকর জমা দিতে পারবেন। এই ঘোষণার জেরে কর জমা দেওয়ার প্রক্রিয়ায় জটিলতা কাটবে বলেই আশা করা হচ্ছে। এছাড়া যে জমির মালিক নেই সেই জমি পুরসভা নিয়ে নেবে। তবে তার আগে তিনটি নোটিশ দেওয়া হবে।
জানতে চাওয়া হবে জমিটির কোনও উত্তরাধিকার আছে কিনা। উত্তর না হলে নির্দিষ্ট সময়ের পর জমিটি পুরসভা নিয়ে নেবে। অন্যদিকে– কলকাতায় এমন অনেক বাড়ি আছে যাঁরা দীর্ঘদিন ধরে সম্পত্তি কর দিচ্ছেন না– তাঁদের ক্ষেত্রেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়র।