১ কোটিতে কলকাতায় রাহানে, ৫.২৫ কোটিতে দিল্লিতে খলিল আহমেদ

- আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক : আইপিএল নিলামের প্রথমদিনে শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানাকে কিনে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এই তিন ক্রিকেটারকে কিনতে অনেকটা টাকা খরচ করতে হয়েছে শাহরুখ খানের দলকে। শ্রেয়স, কামিন্সকে টেনে দলের অধিনায়কের ঘাটতি পূরণ করলেও তাদের প্রয়োজন ছিল একজন নির্ভরযোগ্য ওপেনার ও উইকেটরক্ষকের। হাতে বেশি টাকা নেই, তাতেও একজন নির্ভরযোগ্য ওপেনার কিনতে সমস্যা হল না টিম কেকেআর এর। ন্যূনতম ১ কোটি টাকায় রাহানেকে কিনে নেয় নাইট রাইডার্স। অনেকেই ভেবেছিলেন অবিক্রিত থেকে যাবেন রাহানে, কিন্তু সবাইকে চমক দিয়ে তাকে তুলে নিল কলকাতা। একই সঙ্গে রেকর্ড অর্থে খলিল আহমেদকে ৫.২৫ কোটি টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস।ভারতের এই বাঁ-হাতি পেসারকে পেতে একটা সময় লড়াই চালিয়ে যায় দিল্লি ও মুম্বই। শেষ পর্যন্ত ৫০ লক্ষ টাকা বেস প্রাইস খলিলকে তুলে নিল টিম দিল্লি।
অনেকের প্রশ্ন, দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে ব্রাত্য থাকা, টি-২০র পাশাপাশি ভারতের ওয়ানডে দলেও সুযোগ না পাওয়া রাহানেকে কেন নিল টিম কলকাতা? তিনি শেষ এক দিনের ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। জাতীয় দলের জার্সি গায়ে শেষ টি-২০ খেলেছেন ২০১৬ সালে। সেখানে সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকা রাহানেকে কেন নিল দল? আসলে তাকে দলে নেওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে কলকাতার। বর্তমান দলে বেঙ্কটেশ আয়ার ছাড়া নির্ভরযোগ্য ওপেনার নেই। ওপেনিংয়ে সুনীল নারিনের ওপর সেভাবে ভরসা করতে পারছে না দল। সে জায়গায় রাহানেকে যোগ্য বিকল্প মনে হয়েছে নাইট রাইডার্সের।রাজস্থান রয়্যালসের হয়ে অনেক ম্যাচে ওপেন করেছেন তিনি। পাওয়ার-প্লে কাজে লাগিয়ে দ্রুত খেলারও ক্ষমতা রয়েছে। তার ওপর কলকাতার অধিনায়কের পদ এখনও ফাঁকা রয়েছে। শ্রেয়সের পাশাপাশি তাকেও অধিনায়ক হিসেবে ভাবতে পারে দল।
এদিন কলকাতা নাইট রাইডার্স টানল তাদের পুরানো খেলোয়াড় রিংকু সিংকে। ৫৫ লক্ষ টাকায় রিংকু কলকাতায় যোগ দিলেন। এদিনের নিলাম থেকে টিম গুজরাট টাইটানস একঝাঁক ভারতীয় ক্রিকেটারদের দিকে ঝুঁকলো। জয়ন্ত যাদবকে ১.৭০ কোটিতে কিনল তারা। একই সঙ্গে বিজয় শঙ্করকে ১ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল। ৪ কোটিতে শিবম দুবে গেলেন চেন্নাই সুপার কিংসে। পেসার চেতন সাকারিয়াকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় নিল দিল্লি। বোলার নভদীপ সাইনিকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস। তবে এদিন নিলামে অবিক্রিত থেকে গেলেন ইশান্ত শর্মা, চেতেশ্বর পুজারা, পীযূষ চাওলা, কর্ন শর্মারা।