২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ওড়নাতেও আপত্তি কর্নাটকের এক কলেজে

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার
  • / 7

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : হিজাব নিয়ে দীর্ঘ শুনানির পর কর্নাটক হাইকোর্টের ফুল বেঞ্চ রায়দান রিজার্ভ রেখেছে আর এই ঝুলে থাকা অবস্থায় হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে। শুক্রবার দক্ষিণ কর্নাটকের ম্যাঙ্গালুরু জেলায় দু’টি সরকারি কলেজে ওড়না নিয়ে বিতর্ক বেঁধে যায় দু’দল ছাত্রের মধ্যে। পি দয়ানন্দ কলেজে পরীক্ষার দিন শুরু হয় গোলমাল। একদল মুসলিম ছাত্রী ওড়নাকে মাথার উপর তুলে দিয়ে কলেজে আসে আর সেটা নিয়ে রে-রে করে তেড়ে আসে অন্য একদল ছাত্র। ওড়না মাথায় দেওয়াতেও তাদের আপত্তি। যদিও কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের ওড়না মাথায় দিয়ে আসার অনুমতি দিয়ে রেখেছে। দু’টি কলেজ থেকে এই ধরনের গোলমালের খবর এসেছে। প্রিন্সিপাল উভয় গোষ্ঠীদের নিয়ে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা রয়েছে।

 

ছাত্রীদের বক্তব্য, আমরা দীর্ঘ সময় থেকে ওড়না মাথায় ঢেকে কলেজে আসছি। ওড়নাকে হিজাব ভেবে ঝামেলা পাকাচ্ছে একদল ছাত্র। মনে হয় আমাদের কলেজে হিজাব বিতর্ক শুরু করার জন্য তাদের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য এই ধরনের গোলমালের ভয়ে বহু কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই কলেজে হিজাব ছেড়ে এবার ওড়নার পিছনে পড়েছে কট্টরবাদীরা। তাদের দাবি ওড়না ঘাড়ের উপর উঠবে না। যদিও প্রিন্সিপাল তাদের ওড়না মাথায় তোলার অনুমতি দিয়ে রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োয় দেখা যাচ্ছে হিজাব পরায় কয়েকজন মুসলিম ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবক হয়রানি করেছে বৃহস্পতিবার। তারা স্কার্ফ পরে ম্যাঙ্গালুরুর সরকারি প্রথম শ্রেণির কলেজে পরীক্ষার জন্য উপস্থিত হয়েছিল। সেখানেই তাদের প্রকাশ্যে হেনস্থা করা হয়। যদিও কলেজের অধ্যক্ষ ছাত্রীদের দোপাট্টায় পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। তবুও ডানপন্থী সংগঠনগুলির সঙ্গে জড়িত হিন্দু যুবকদের একটি দল মেয়েদের এভাবে হয়রানি করে। শেষে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোশাকের শালীনতা বজায় রাখতে গিয়ে ভারতের মতো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশে এভাবে সংখ্যালঘুরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন এটা দেখে শিউরে উঠছেন দেশ-বিদেশের নাগরিকরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ওড়নাতেও আপত্তি কর্নাটকের এক কলেজে

আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : হিজাব নিয়ে দীর্ঘ শুনানির পর কর্নাটক হাইকোর্টের ফুল বেঞ্চ রায়দান রিজার্ভ রেখেছে আর এই ঝুলে থাকা অবস্থায় হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে। শুক্রবার দক্ষিণ কর্নাটকের ম্যাঙ্গালুরু জেলায় দু’টি সরকারি কলেজে ওড়না নিয়ে বিতর্ক বেঁধে যায় দু’দল ছাত্রের মধ্যে। পি দয়ানন্দ কলেজে পরীক্ষার দিন শুরু হয় গোলমাল। একদল মুসলিম ছাত্রী ওড়নাকে মাথার উপর তুলে দিয়ে কলেজে আসে আর সেটা নিয়ে রে-রে করে তেড়ে আসে অন্য একদল ছাত্র। ওড়না মাথায় দেওয়াতেও তাদের আপত্তি। যদিও কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের ওড়না মাথায় দিয়ে আসার অনুমতি দিয়ে রেখেছে। দু’টি কলেজ থেকে এই ধরনের গোলমালের খবর এসেছে। প্রিন্সিপাল উভয় গোষ্ঠীদের নিয়ে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা রয়েছে।

 

ছাত্রীদের বক্তব্য, আমরা দীর্ঘ সময় থেকে ওড়না মাথায় ঢেকে কলেজে আসছি। ওড়নাকে হিজাব ভেবে ঝামেলা পাকাচ্ছে একদল ছাত্র। মনে হয় আমাদের কলেজে হিজাব বিতর্ক শুরু করার জন্য তাদের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য এই ধরনের গোলমালের ভয়ে বহু কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই কলেজে হিজাব ছেড়ে এবার ওড়নার পিছনে পড়েছে কট্টরবাদীরা। তাদের দাবি ওড়না ঘাড়ের উপর উঠবে না। যদিও প্রিন্সিপাল তাদের ওড়না মাথায় তোলার অনুমতি দিয়ে রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োয় দেখা যাচ্ছে হিজাব পরায় কয়েকজন মুসলিম ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবক হয়রানি করেছে বৃহস্পতিবার। তারা স্কার্ফ পরে ম্যাঙ্গালুরুর সরকারি প্রথম শ্রেণির কলেজে পরীক্ষার জন্য উপস্থিত হয়েছিল। সেখানেই তাদের প্রকাশ্যে হেনস্থা করা হয়। যদিও কলেজের অধ্যক্ষ ছাত্রীদের দোপাট্টায় পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। তবুও ডানপন্থী সংগঠনগুলির সঙ্গে জড়িত হিন্দু যুবকদের একটি দল মেয়েদের এভাবে হয়রানি করে। শেষে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোশাকের শালীনতা বজায় রাখতে গিয়ে ভারতের মতো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশে এভাবে সংখ্যালঘুরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন এটা দেখে শিউরে উঠছেন দেশ-বিদেশের নাগরিকরা।