কাবুল বিমানবন্দরের দায়িত্ব পাবে তুরস্ক-কাতার!

- আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার বিষয়ে মুখ খুলল তালিবান। কাবুল বিমানবন্দর পরিচালনার দায়িত্বে কারা থাকবে, তা নিয়ে আলোচনা করেছেন তালিবানের শীর্ষ আধিকারিকরা। তালিবান জানিয়েছে, তুরস্ক এবং কাতারের সাথে শীঘ্রই একটি চুক্তি প্রত্যাশা করা হচ্ছে। তালিবানের ভারপ্রাপ্ত সংস্কৃতি ও তথ্যমন্ত্রী খায়রুল্লাহ খায়রখওয়া বলেন, ’তুরস্ক, কাতার এবং আফগান সরকার একটি চুক্তির কাছাকাছি রয়েছে। আমরা আশাকরি অদূর ভবিষ্যতে চুক্তিটি চূড়ান্ত হবে।’
সংযুক্ত আরব আমিরশাহীর সাথে কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি ইঙ্গিত দেন, এ ব্যাপারে দোহা এবং আঙ্কারা তাদের প্রথম পছন্দ। যদি কিছু ভুল হয় তবেই অন্য দেশকে বিবেচনা করা হবে। তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহী সম্ভবত ত্রিপক্ষীয় পদ্ধতিতে বিমানবন্দরটি পরিচালনা করতে পারে। কাভুসোগলু বলেছিলেন, ’তালিবানরা ক্ষমতা দখল করার আগে থেকেই আমরা কাবুল বিমানবন্দরের সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছিলাম। অসামরিক অংশটি আমিরশাহীর একটি কোম্পানির নেতৃত্বে ছিল।’
ইতিমধ্যে কাবুল বিমানবন্দর পুনরায় চালু করতে কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক। তালিবান ক্ষমতায় আসার পর তুরস্ক কাবুলের বিমানবন্দর চালু করার জন্য প্রযুক্তিগত ও নিরাপত্তা সহায়তার প্রস্তাব দেয়। আফগানিস্তানকে বিশ্বের সাথে সংযুক্ত রাখতে এখন বিমানবন্দরটি খোলা রাখা গুরুত্বপূর্ণ।