লড়াই করেও দ্বিতীয় ম্যাচে আরসিবির কাছে হার মানল কেকেআর
- আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স।
বিরাটের রয়্যাল চ্যালেঞ্জ্যার্স বেঙ্গালুরুর কাছে ১২৮ রানেই অলআউট হয় কেকেআর মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে। নাইটদের শুরুটা একেবারেই ভাল হয়নি। শুরুতেই কেকেআরের ব্যাটিং দুর্গে আঘাত হানেন আরসিবিতে খেলা বাংলার পেসার আকাশদীপ। মাত্র ১৪ রানের মাথায় ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দেন তিনি।
ভেঙ্কির উইকেটের পতনের পর নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট খোয়াতে থাকে কেকেআর। একটা সময় ৪৬ রানে চার উইকেট পড়ে যায়। সেখান থেকে সুনীল নারিন এবং স্যাম বিলিংস কিছুটা কামব্যাক করার চেষ্টা করেন।
১৮.৫ ওভার খেলে মাত্র ১২৮ রান করেই অলআউট হয়ে যায় শ্রেয়াশ আয়ারের দল। ব্যাঙ্গালুরু বোলারদের শাঁড়াসি আক্রমণের মুখে কেকেআর ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। সর্বোচ্চ ২৫ রান করেছেন আন্দ্রে রাসেল। স্যাম বিলিংস করেন ১৪ রান, শ্রেয়াশ আয়ার করেন ১৩ রান।
বেঙ্গালুরুর স্পিনার আকাশ দীপ ৩টি, ওয়ানিদু হাসারাঙ্গা ৪টি এবং হার্শাল প্যাটেল নেন ২টি উইকেট.