ইমরানকে নিয়ে রাশিয়ার অভিযোগ অস্বীকার আমেরিকার

- আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার
- / 14
পুবের কলম প্রতিবেদক: রাশিয়া অভিযোগ করেছে যে পাকিস্তানে কলকাঠি নাড়ছে আমেরিকা। ইমরান তাদের কথাতে জো হজুর করছেন না বলেই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে আমেরিকা । সে কারণে আমেরিকা তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল বলেছে, আমেরিকা কোন দেশে একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি রাজনৈতিক দলকে সমর্থন করে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল এক বিবৃতিতে বলেছেন, ইমরান খানকে শাস্তি দেওয়ার জন্য আমেরিকা চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে তিনি বলেন, ‘রাশিয়া লক্ষ্য করছে যে, পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শক্রমে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। তার আগে ইমরান খান ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মস্কো সফর করেন। সফরের কথা ঘোষণা করার পরপরই আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন যাতে তিনি ওই সফর বাতিল করেন। তা সত্ত্বেও তিনি যখন রাশিয়া সফরে আসেন তখন আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করে তাৎক্ষণিকভাবে সফর বাতিল করতে বলেন।’