মক্কায় এ আর রহমান

- আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: প্রখ্যাত সুরকার এ আর রহমান সম্প্রতি উমরা করতে পবিত্র শহর মক্কায় এসেছিলেন। কাবাশরীফ ও অন্যান্য স্থানে তিনি রাসূলের নির্দেশিত পথে উমরা সম্পন্ন করেন। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে প্রবাসী বাঙালি হাকিমুল ইসলাম-এর সঙ্গে। হাকিমুল ইসলামের বাড়ি উত্তর ২৪ পরগনার ধনপোতা বাজার এলাকার জিঙ্কিয়া গ্রামে। তিনি কাবাশরীফ সংলগ্ন মক্কার এক বিখ্যাত হোটেলে উচ্চ পদে কর্মরত রয়েছেন। ভারতীয় হাজি ও উমরাকারীরা সবসময় তাঁর কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা পেয়ে থাকেন। এ আর রহমান এর আগেও উমরা করেছেন। তাঁর পুরো নাম আল্লাহ রাখা রহমান। তিনি একজন নও মুসলিম। তাঁর সঙ্গে তাঁর পরিবারও ইসলাম গ্রহণ করে। ২০১০ সালে এই সুরশিল্পী পদ্মভূষণে সম্মানিত হন। তিনি পেয়েছেন আরও অনেক অ্যাওয়ার্ড। তিনি এবং তাঁর পরিবার ধর্মপ্রাণ হিসেবে পরিচিত।হাকিমুল ইসলাম পুবের কলমকে বলেন, মক্কায় উমরা করতে এসেছেন এ আর রহমান। তাঁকে সময় দিতে পেরে আমি আল্লাহ-র শুকরিয়া আদায় করছি।