১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুদে পড়ুয়ার কাণ্ড দেখলে অবাক হয়ে যাবেন! নেপথ্যে কোন ঘটনা !

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
  • / 10

 পুবের কলম ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়াতে কত কিছুই না ভাইরাল হয়। অনেক ভিডিও বা ছবি আমাদের অনুপ্রাণিত করে আবার অনেক ভিডিও বা ছবি আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন এক ছবি ভাইরাল হয়েছে , যার ফলে নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে। একের পর এক টুইট করেছে আম জনতা থেকে বহু বিশিষ্টজনেরা। আপনারা নিশ্চয় ভাবছেন ঘটনাটা কি ? না কোন শিশুশিল্পীর ঘটনা না। এবারের ঘটনা একটু অন্যরকম। রাস্তার ধারে বসে ছিল এক অসহায় বৃদ্ধ দম্পত্তি। ক্ষুধা ,তৃষ্ণায় প্রাণ প্রায় ওষ্ঠাগত। এমত অবস্থায় ওই দম্পতিকে রাস্তার ধারে তৃষ্ণার্ত অবস্থায় থাকতে দেখে এগিয়ে এল সাধারণ স্কুল পোশাকে এক খুদে পড়ুয়া। তার পর নিজের ব্যাগ থেকে জলের বোতল বার করে তৃষ্ণা মেটাল ওই দম্পত্তির। আর সেই ছবিই হু হু করে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যম গুলিতে। সেই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ  সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

কথিত আছে, তৃষ্ণার্তকে জল পান করানো পুণ্যের কাজ। এই খুদে বাচ্চাটার কর্মকাণ্ড দেখে ভূয়সী প্রশংসা করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ। তিনি ছবিটা দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি ছবি সহ টুইট করে লিখেছেন – Hatred is Taught. Kindness is Natural. যার আভিধানিক অর্থ দাঁড়াই  “ঘৃণা হল মনুষ্যনির্মিত আর উদারতা সহজাত”। টুইট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ছবিটি । টুইট হবার সঙ্গে সঙ্গে ৫ হাজার ভিউ হয়ে যায়। অনেকে কমেন্টে লিখেছেন, “দয়ার কোনও বিকল্প হয় না” আবার অনেকে লিখেছে এই সব  পারিবারিক শিক্ষা, যেটা একটা শিশু শৈশব থেকে শেখে। বাচ্চা ছেলেটির এই উদারতা দেখে প্রশংসা না করে থাকতে পারছি না – এমনটাও মন্তব্য করে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খুদে পড়ুয়ার কাণ্ড দেখলে অবাক হয়ে যাবেন! নেপথ্যে কোন ঘটনা !

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার

 পুবের কলম ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়াতে কত কিছুই না ভাইরাল হয়। অনেক ভিডিও বা ছবি আমাদের অনুপ্রাণিত করে আবার অনেক ভিডিও বা ছবি আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন এক ছবি ভাইরাল হয়েছে , যার ফলে নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে। একের পর এক টুইট করেছে আম জনতা থেকে বহু বিশিষ্টজনেরা। আপনারা নিশ্চয় ভাবছেন ঘটনাটা কি ? না কোন শিশুশিল্পীর ঘটনা না। এবারের ঘটনা একটু অন্যরকম। রাস্তার ধারে বসে ছিল এক অসহায় বৃদ্ধ দম্পত্তি। ক্ষুধা ,তৃষ্ণায় প্রাণ প্রায় ওষ্ঠাগত। এমত অবস্থায় ওই দম্পতিকে রাস্তার ধারে তৃষ্ণার্ত অবস্থায় থাকতে দেখে এগিয়ে এল সাধারণ স্কুল পোশাকে এক খুদে পড়ুয়া। তার পর নিজের ব্যাগ থেকে জলের বোতল বার করে তৃষ্ণা মেটাল ওই দম্পত্তির। আর সেই ছবিই হু হু করে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যম গুলিতে। সেই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ  সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

কথিত আছে, তৃষ্ণার্তকে জল পান করানো পুণ্যের কাজ। এই খুদে বাচ্চাটার কর্মকাণ্ড দেখে ভূয়সী প্রশংসা করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ। তিনি ছবিটা দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি ছবি সহ টুইট করে লিখেছেন – Hatred is Taught. Kindness is Natural. যার আভিধানিক অর্থ দাঁড়াই  “ঘৃণা হল মনুষ্যনির্মিত আর উদারতা সহজাত”। টুইট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ছবিটি । টুইট হবার সঙ্গে সঙ্গে ৫ হাজার ভিউ হয়ে যায়। অনেকে কমেন্টে লিখেছেন, “দয়ার কোনও বিকল্প হয় না” আবার অনেকে লিখেছে এই সব  পারিবারিক শিক্ষা, যেটা একটা শিশু শৈশব থেকে শেখে। বাচ্চা ছেলেটির এই উদারতা দেখে প্রশংসা না করে থাকতে পারছি না – এমনটাও মন্তব্য করে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।