২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সম্পত্তির ভাগ না দিতে মেয়েকে মেরে ঝুলিয়ে দিল বাবা-সৎ মা!

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
  • / 9

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: মারিশদা­ সম্পত্তি অগ্রাধিকার থেকে সরিয়ে দিতে নাবালিকা মেয়েকে খুন করল বাবা ও সৎ মা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বাবা-মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের মারিশদা থানার করলদা নিমকবাড় এলাকায়। গ্রামবাসীরা অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অবশেষে নাতনির খুনের তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন দাদু। পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকা রাধারানী জানা (১৬) করলদা বাণী নিকেতন হাইস্কুলে একাদশ শ্রেণির ছাত্রী।

সূত্রের খবর, রাধারানী জানার মা গত কয়েক বছর আগে মারা যায়। এরপর বাবা রঘুরাম জানা দ্বিতীয়বার বিয়ে করেন। এরপর থেকে ওই নাবালিকার উপর নির্যাতন করত বাবা ও সৎ মা বলে অভিযোগ ওই স্কুলছাত্রীর দাদুর। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় রাধারানী জানার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বাসিন্দারা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মারিশদা থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, তাকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে তার বাবা-মা। অবশেষে মারিশদা থানার পুলিশ মৃত নাবালিকার বাবা ও সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর অস্বাভাবিক মৃতু্যর তদন্তের দাবিতে সোচ্চার হন দাদু হরেন্দ্রনাথ জানা। এরপর মাড়িতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

 

মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন,  ‘মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর  কারণ পরিষ্কার হবে। অভিযোগের ভিত্তিতে বাবা ও সৎ মাকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্পত্তির ভাগ না দিতে মেয়েকে মেরে ঝুলিয়ে দিল বাবা-সৎ মা!

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: মারিশদা­ সম্পত্তি অগ্রাধিকার থেকে সরিয়ে দিতে নাবালিকা মেয়েকে খুন করল বাবা ও সৎ মা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বাবা-মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের মারিশদা থানার করলদা নিমকবাড় এলাকায়। গ্রামবাসীরা অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অবশেষে নাতনির খুনের তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন দাদু। পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকা রাধারানী জানা (১৬) করলদা বাণী নিকেতন হাইস্কুলে একাদশ শ্রেণির ছাত্রী।

সূত্রের খবর, রাধারানী জানার মা গত কয়েক বছর আগে মারা যায়। এরপর বাবা রঘুরাম জানা দ্বিতীয়বার বিয়ে করেন। এরপর থেকে ওই নাবালিকার উপর নির্যাতন করত বাবা ও সৎ মা বলে অভিযোগ ওই স্কুলছাত্রীর দাদুর। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় রাধারানী জানার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বাসিন্দারা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মারিশদা থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, তাকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে তার বাবা-মা। অবশেষে মারিশদা থানার পুলিশ মৃত নাবালিকার বাবা ও সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর অস্বাভাবিক মৃতু্যর তদন্তের দাবিতে সোচ্চার হন দাদু হরেন্দ্রনাথ জানা। এরপর মাড়িতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

 

মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন,  ‘মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর  কারণ পরিষ্কার হবে। অভিযোগের ভিত্তিতে বাবা ও সৎ মাকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’