কমলা-জুকারবার্গের ওপর রুশ নিষেধাজ্ঞা

- আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রধান সিইও মার্ক জুকারবার্গের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা চাপাল রাশিয়া। এ ছাড়া মস্কোর এ নিষেধাজ্ঞার তালিকায় আমেরিকা ও কানাডার অন্তত ৯০ জন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন পশ্চিমা দেশ। এ পদক্ষেপের পালটা ব্যবস্থা হিসেবে কমলা হ্যারিস, মার্ক জুকারবার্গ-সহ অন্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চাপাল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রক জানিয়েছে, এই নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে ২৯ জন মার্কিনি ও ৬১ জন কানাডীয় নাগরিক। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ী, নেতা ও সাংবাদিক রয়েছেন। এদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন এবিসি নিউজ টেলিভিশনের উপস্থাপক জর্জ স্টেফানোপৌলস, ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস, সংবাদ ওয়েবসাইট মেদুজার সম্পাদক কেভিন রোথরক। রাশিয়ার নিষেধাজ্ঞার শিকার হয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি ও মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকস। তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কমিউনিকেশনস ডিরেক্টর ক্যামেরন আহমেদ ও স্পেশাল অপারেশন্স ফোর্সেসের কমান্ডার স্টিভ বোইভিন। নিষেধাজ্ঞার ঘোষণা করে রাশিয়ার বিদেশমন্ত্রক বলেছে, দেশ দুটির রুশবিরোধী নীতির জন্য দায়ী ব্যক্তিদের সমন্বয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।