টানা ২ মাস বৃষ্টিহীন কলকাতা, ভাঙতে চলেছে ১২২ বছরের রেকর্ড

- আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 4
পুবের কলম প্রতিবেদক: টানা ৬০ দিন বৃষ্টিহীন কলকাতা। ভাঙতে চলেছে ১২২ বছরের রেকর্ড। আগামী দু, তিন দিনে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহর বৃষ্টিস্নাত হতে মে মাসের ৩, ৪ তারিখ হয়ে যাবে। এর আগে টানা বৃষ্টিহীন মার্চ ও এপ্রিল মাস দেখা যায়নি বিগত কয়েক বছরে। কলকাতায় শেষ বৃষ্টিপাত হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে। এর পর বৈশাখ মাসের মাঝামাঝি হতে চললে কালবৈশাখী তো দূরের কথা, ছিঁটেফোঁটা বৃষ্টির মুখও দেখেনি তিলোত্তমা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আগামী ২ মে বিক্ষিপ্ত বৃষ্টিপত হতে পারে। তবে ৩ মে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। যদিও দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তের ক্ষেত্রে কিছুটা আশারবানীই শুনিয়েছে মৌসম ভবন। শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। শনিবার থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে বিভিন্ন জায়গায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং-জলপাইগুড়ি-কালিম্পং- আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হবে দুই দিনাজপুরে। এই সাত জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করায় বঙ্গপসাগরের উত্তর এবং পশ্চিম উপকূল বরাবর ছোট চোট নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়েছে। এই নিম্নচাপগুলির জেরে ১ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গ এবং ২ তারিখের পর থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।